২২ শ্রাবণ কবিগুরুর মৃত্যুদিন হিসেবে পালন করে আসতে অভ্যস্ত বাঙালিরা৷ ইংরেজি তারিখ হিসেবে ১৯৪১ সালের ৭ অগাস্ট প্রয়াত হয়েছিলেন কবিগুরু৷ সেই হিসেবে আজ তাঁর মৃত্যুবার্ষিকী৷ আর সেদিনই জ্যাভলিনে সোনা জিতে টোকিওর মাটিতে ইতিহাস সৃষ্টি করলেন নীরজ চোপড়া৷ অলিম্পিক্সে ব্যক্তিগত কোনও বিভাগে অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে সোনা জিতলেন নীরজ৷
advertisement
নীরজ এ দিন জ্যাভলিনে সোনা জিতে একাধিক নজির সৃষ্টি করেছেন৷ প্রথমত, টোকিও অলিম্পিক্স থেকে ভারতের একমাত্র সোনাটি আনলেন নীরজ, তাও আবার অ্যাথলেটিক্সে৷ কারণ অলিম্পিক্সের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে সোনা জিতলেন তিনি৷ যে অ্যাথলিটিক্সে অলিম্পিক্স থেকে পদক জয় ভারতের কাছে কার্যত অসম্ভব বলে মনে হত, সেই খেলা থেকেই ভারতকে একেবারে সোনা এনে দিলেন নীরজ৷ অলিম্পিক্সের ইতিহাসে এখনও পর্যন্ত এটাই সেরা পারফরম্যান্স ভারতের৷ এত নজিরের মধ্যে সবারই নজর এড়িয়ে গিয়েছিল আরও একটি বিষয়৷ কবিগুরুর মৃত্যুবার্ষিকীতেই তাঁকে সেরা শ্রদ্ধার্ঘ্য জানালেন হরিয়ানার পানিপথের বাসিন্দা ২৪ বছর বয়সি এই সেনা অফিসার৷