সেদিন যাঁরা নীরজের খেলা লাইভ দেখেছিলেন, তাঁদের পক্ষে পরিস্থিতি বোঝা সম্ভব ছিল না। কারণ ইভেন্ট শুরুর আগের সমটা লাইভে তেমনভাবে দেখানো হয়নি। তবে পরে একটি ভিডিও ভাইরাল হয়। অলিম্পিক্স ফাইনালের প্রথম থ্রো কিছুটা তাড়াহুড়ো করেই নীরজ চোপড়া শুরু করেছিলেন।
advertisement
আসলে নীরজের জ্যাভেলিন নিয়েছিলেন পাকিস্তানের আরশাদ নাদিম। নীরজ বলছিলেন, আমি আমার জ্যাভেলিন খুঁজছিলাম। অনেকক্ষণ ধরে ওটা দেখতে পাচ্ছিলাম না। এদিক ওদিক খোঁজ করছিলাম। হঠাৎ করেই দেখি পাকিস্তানের আরশাদ নাদিম আমার জ্যাভেলিন হাতে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তখন আমি কি ওকে বলি, ভাই আমার জ্যাভেলিন দাও। ওটা আমার। আমাকে ওটা ছুড়তে হবে। ও সঙ্গে সঙ্গে আমাকে ফেরত দিয়ে দেয়। প্রথম থ্রো তাই আমি কিছুটা তাড়াহুড়োর মাথাতেই করেছিলাম। এর পরই তাঁর জ্যাভেলিন থ্রো-এর মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। নীরজের আগেই ফাইনালের দিন এরিনায় চলে এসেছিলেন আরশাদ। তার পর তিনি নীরজের জ্যাভেলিন হাতে নিয়ে ঘুরছিলেন।