অনুষ্কা লিখেছেন, "একটা সোনা এল দেশে। নীরজ তুমি গোটা দেশকে গর্বিত করেছ। অনেক শুভেচ্ছা"। করিনা জাতীয় পতাকা হাতে নীরজের ছবি পোস্ট করে দুটি ইমোজি দিয়েছেন। অজয় দেবগন লিখেছেন," তোমাকে শুভেচ্ছা জানানোর ভাষা নেই। নিজের বাবা-মাকে গর্বিত করেছ, দেশবাসীকে গর্বিত করেছ। আমি আজ নিজের খুশি ব্যক্ত করতে পারছি না। ঈশ্বর তোমায় আরো শক্তি দিক "।
advertisement
অমিতাভ পুত্র লিখেছেন, " ইতিহাস তৈরি হল আজ। নীরজের হাত ধরে দেশের প্রথম অ্যাথলেটিক পদক। ওয়েলডান "। রনবির সিং লিখেছেন, " ভারত মাতা কি জয়, ঐতিহাসিক সোনার পদক"। অভিনেত্রী রকুলপ্রীত সিং লিখেছেন, "ওই হাত ১৩০ কোটি মানুষের শক্তি বহন করেছে। শুভেচ্ছা তোমাকে"।
অতীতে সিনেমায় নামা প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু হরিয়ানার সাধাসিধে কৃষক পরিবারের ছেলে নিজের ফোকাস ঠিক রাখতে জানেন। পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তাঁর জায়গা রিল লাইফ নয়, ট্র্যাক অ্যান্ড ফিল্ড। আজ তার পরিণাম সকলের সামনে।