এ দিন মিলখা সিংয়ের মৃত্যুর খবর পরিবারের তরফে নিশ্চিত করে করতেই গভীর শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমৃন্দর সিং, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশ-বিদেশের বহু বিশিষ্টজনেরা।
জানা গিয়েছে, করোনামুক্ত হওয়ার পরেও তিনি বেশ কিছু সমস্যায় ভুগছিলেন। সুস্থ হওয়ার পরে বুধবার পর্যন্ত মিলখা সিংকে নন-কোভিড মেডিক্যাল ইনটেসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। চিকিৎসকরা তাঁকে বিশেষ নজর দিয়ে রেখেছিলেন। জ্বর কমলেও বৃহস্পতিবার রাত থেকেই মিলখা সিংয়ের অক্সিজেন লেভেল কমে যাচ্ছিল। শেষপর্যন্ত শুক্রবার সন্ধ্যার শারীরিত অবস্থা সংকটজনক হয়ে দাঁড়ায়। শেষমেশ আর প্রয়াত হন।
গত ২০ মে করোনা আক্রান্ত হন মিলখা সিং। ২৪ মে মোহালির হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ২৪ মে হাসপাতাল থেকে ছাড়া পান। কিন্তু ৩ জুন আবার হাসপাতালে ভর্তি করতে হয় মিলখাকে।বৃহস্পতিবার রাত থেকে ফের অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি অ্যাথলিট। নতুন করে জ্বর আসে তাঁর। রক্তে কমে যায় অক্সিজেনের মাত্রা। তড়িঘটি গুরুতর মিলখা সিংকে অসুস্থ হয়ে পড়েন চণ্ডীগড়ের একটি হাসপাতালে আইসিসিইউ-তে রাখা হয় তাঁকে। ১৩ জুন মারা যান মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর।