TRENDING:

Farhan Akhtar on Milkha Singh : মিলখার জন্যই ফরহান আখতার মানতে পারছেন না ‘উড়ন্ত শিখ’ আর নেই

Last Updated:

উড়ন্ত শিখের (The Flying Sikh) মৃত্যু মেনে নিতে পারছেন না ফরহান আখতার (Farhan Akhtar) ৷ পর্দার মিলখা এক আন্তরিক পোস্টে স্মরণ করেছেন প্রয়াত অ্যাথলিটকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই :  ‘উড়ন্ত শিখ’-এর (The Flying Sikh) মৃত্যু মেনে নিতে পারছেন না ফরহান আখতার (Farhan Akhtar) ৷ পর্দার মিলখা এক আন্তরিক পোস্টে স্মরণ করেছেন প্রয়াত অ্যাথলিটকে ৷ লিখেছেন, ‘‘প্রিয়তম মিলখাজী, আমার একটা অংশ এখনও বিশ্বাস করতে চাইছে না যে আপনি আর নেই ৷ হতে পারে এই দৃঢ়তা এসেছে আপনার থেকেই...এ হল সেই মানসিকতা যে মনকে কোনও কিছুর উপর স্থির করে দেয় ৷ হাল ছাড়তে দেয় না ৷ এবং সত্যিটা হল, আপনি চিরকাল জীবিত থাকবেন৷’’
advertisement

অভিনেতার কথায়, মিলখা (Milkha Singh) ছিলেন একজন সিংহহৃদয়ের থেকেও অনেক বড় ব্যক্তিত্ব ৷ তিনি ছিলেন ভালবাসা, আন্তরিকতায় ভরপুর মাটির কাছাকাছি একজন ৷ ছিলেন ধারণা ও স্বপ্নের প্রতিমূর্তি৷ বার্তার শেষে মিলখাকে এককথায় বর্ণনা করতে ফরহান বেছে নিয়েছেন অ্যাথলিটের নিজেরই কথা ৷ মিলখা বলতেন, ‘‘ কঠোর পরিশ্রম, সততা এবং প্রত্যয়ই পারে একজনকে ঠেলে দাঁড় করিয়ে আকাশ স্পর্শ করাতে ৷’’ তাঁর নিজের জীবনদর্শন উল্লেখ করেই শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন ফরহান ৷

advertisement

এখানেই শেষ নয় ৷ ফরহান আরও বলেছেন, মিলখা স্পর্শ করে গিয়েছেন সব জীবনকে ৷ যাঁরা মিলখাকে বাবা অথবা শিক্ষক হিসেবে পেয়েছেন, তাঁরা সৌভাগ্যবান ৷ যাঁরা সেটা পাননি, তাঁদের কাছে মিলখার কাহিনিই অনুপ্রেরণার উৎস ৷ ‘‘আমি আপনাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালবাসি’’৷ লিখেছেন ‘ভাগ মিলখা ভাগ’-এর নায়ক ৷

advertisement

রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচালনায় ‘ভাগ মিলখা ভাগ’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে ৷ বক্সঅফিসে চূড়ান্ত সফল ছবিটিতে মিলখার চরিত্রে ফরহানের অভিনয় ভূয়সী প্রশংসিত হয়েছিল ৷ ফরহানের প্রেমিকা শিবানী দণ্ডেকরও শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত অ্যাথলিটকে ৷ ভিডিয়ো জকি ও মডেল শিবানী মিলখা ও ফরহানের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মিলখার সঙ্গে সাক্ষাৎ তাঁর জীবনের অন্যতম সেরা প্রাপ্তি, লিখেছেন শিবানী ৷ মিলখার বাড়িতে মাখন জবজবে আলুর পরোটার স্বাদও তাঁর মনে অমলিন ৷ নিজের জীবনের যাত্রাপথ মিলখা তাঁদের বলেছিলেন ৷ যা আসলে সাহস, জীবনীশক্তির যুগলবন্দি ৷ মনে করেন শিবানী ৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Farhan Akhtar on Milkha Singh : মিলখার জন্যই ফরহান আখতার মানতে পারছেন না ‘উড়ন্ত শিখ’ আর নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল