অভিনেতার কথায়, মিলখা (Milkha Singh) ছিলেন একজন সিংহহৃদয়ের থেকেও অনেক বড় ব্যক্তিত্ব ৷ তিনি ছিলেন ভালবাসা, আন্তরিকতায় ভরপুর মাটির কাছাকাছি একজন ৷ ছিলেন ধারণা ও স্বপ্নের প্রতিমূর্তি৷ বার্তার শেষে মিলখাকে এককথায় বর্ণনা করতে ফরহান বেছে নিয়েছেন অ্যাথলিটের নিজেরই কথা ৷ মিলখা বলতেন, ‘‘ কঠোর পরিশ্রম, সততা এবং প্রত্যয়ই পারে একজনকে ঠেলে দাঁড় করিয়ে আকাশ স্পর্শ করাতে ৷’’ তাঁর নিজের জীবনদর্শন উল্লেখ করেই শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন ফরহান ৷
advertisement
এখানেই শেষ নয় ৷ ফরহান আরও বলেছেন, মিলখা স্পর্শ করে গিয়েছেন সব জীবনকে ৷ যাঁরা মিলখাকে বাবা অথবা শিক্ষক হিসেবে পেয়েছেন, তাঁরা সৌভাগ্যবান ৷ যাঁরা সেটা পাননি, তাঁদের কাছে মিলখার কাহিনিই অনুপ্রেরণার উৎস ৷ ‘‘আমি আপনাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালবাসি’’৷ লিখেছেন ‘ভাগ মিলখা ভাগ’-এর নায়ক ৷
রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচালনায় ‘ভাগ মিলখা ভাগ’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে ৷ বক্সঅফিসে চূড়ান্ত সফল ছবিটিতে মিলখার চরিত্রে ফরহানের অভিনয় ভূয়সী প্রশংসিত হয়েছিল ৷ ফরহানের প্রেমিকা শিবানী দণ্ডেকরও শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত অ্যাথলিটকে ৷ ভিডিয়ো জকি ও মডেল শিবানী মিলখা ও ফরহানের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন ৷
মিলখার সঙ্গে সাক্ষাৎ তাঁর জীবনের অন্যতম সেরা প্রাপ্তি, লিখেছেন শিবানী ৷ মিলখার বাড়িতে মাখন জবজবে আলুর পরোটার স্বাদও তাঁর মনে অমলিন ৷ নিজের জীবনের যাত্রাপথ মিলখা তাঁদের বলেছিলেন ৷ যা আসলে সাহস, জীবনীশক্তির যুগলবন্দি ৷ মনে করেন শিবানী ৷