কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন মিলখা সিং ৷ পরিবারের অনুরোধেই তাঁকে রবিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ কিন্তু বাড়ি ফেরার পর ফের অসুস্থ বোধ করেন তিনি ৷ শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমশই কমতে থাকায় ফের একবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে ৷ স্নাতকোত্তর মেডিকেল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (Post Graduate Institute of Medical Education and Research (PGIMER)-এর পক্ষ থেকে বলা হয়, “মিলখা সিং-কে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। শরীরের অক্সিজেন কমতে থাকাতেই এমন সিদ্ধান্ত।”
advertisement
মিলখা সিংয়ের বয়স এখন ৯১ বছর ৷ তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ তাঁর স্ত্রী-ও করোনায় আক্রান্ত হওয়াতে কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2021 9:02 AM IST