TRENDING:

পদ্ম বিভূষণের জন্য মেরি কম এবং পদ্মভূষণের জন্য সিন্ধুর নাম প্রস্তাব ক্রীড়া মন্ত্রকের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পদ্ম বিভূষণ পুরস্কারের জন্য ৬ বারের বিশ্ব-চ্যাম্পিয়ন বক্সার মেরি কমের নাম প্রস্তাব করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ৷ পদ্ম ভূষণ ও পদ্মশ্রী পুরস্কার এর আগে পেয়েছেন মেরি ৷ এবার পদ্ম বিভূষণের জন্য তাঁর নাম প্রস্তাব করা হল ৷
advertisement

পদ্ম পুরষ্কারের জন্য যে ৯ জনের নাম প্রস্তাব করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই মহিলা ৷ যা অবশ্যই নজিরবিহীন ঘটনা ৷ মেরির পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর নামও পদ্মভূষণ পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে ৷ এর আগে ২০১৭ সালেও এই পুরস্কারের জন্য সিন্ধুর নাম প্রস্তাব করা হয়েছিল ৷ শেষপর্যন্ত চূড়ান্ত তালিকায় স্থান না পেলেও এ বছর পদ্মভূষণ পাওয়ার সম্ভাবনা প্রবল সিন্ধুর ৷ এছাড়া পদ্মশ্রী পুরস্কারের জন্য সব মিলিয়ে সাত জনের নাম মনোনীত করা হয়েছে। তালিকায় রয়েছেন ক্রিকেটার হরমনপ্রীত কউর, কুস্তিগির বিনেশ ফোগত, হকি খেলোয়াড় রানি রামপাল, শুটার সুমা শিরুর, টিটি খেলোয়াড় মণিকা বাত্রা ও পর্বতারোহী যমজ বোন তাশি ও নুংশি মালিক।

advertisement

আরও দেখুন-

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
পদ্ম বিভূষণের জন্য মেরি কম এবং পদ্মভূষণের জন্য সিন্ধুর নাম প্রস্তাব ক্রীড়া মন্ত্রকের