তাঁর রাজ্যের ভারোত্তোলক মীরাবাঈ চানু ইতিমধ্যে টোকিও অলিম্পিকে রুপো জিতেছেন। মেরি কম এদিন প্রশংসা করলেন মীরাবাঈয়ের। তার পর বললেন, ''মণিপুরের মানুষ খুব লড়াকু হয়। আমরা পরিশ্রম করতে পারি। লড়াই করতে পারি। নিজেদের লক্ষ্যে পৌঁছতে আমরা কঠিন লড়াই লড়তে পারি। অলিম্পিকে সোনার পদক জিতব বলে এখানে এসেছি। করোনার এই সময় এতদূর খেলতে আসাটা ঝুঁকির। তবে এসেছি যখন সোনা জেতার জন্য জান লড়িয়ে দেব। আমি কেরিয়ারে অনেক টুর্নামেন্টে সোনা জিতেছি। কিন্তু অলিম্পিকে সোনা জয় আলাদা একটা অনুভূতি। আজকের এই জয় আমি আমার বাচ্চাদের উত্সর্গ করছি। ওরা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।''
advertisement
এবার কলম্বিয়ান বক্সার ভ্য়ালেন্সিয়া ভিক্টোরিয়ার বিরুদ্ধে খেলবেন মেরি। রবিবার মেরি যাঁকে হারালেন সেই হার্নান্দেজ ২৩ বছর বয়সী হলেও প্যান আমেরিকার সেরা উঠতি বক্সার নির্বাচিত হয়েছিলেন। এদিন তাঁর বিরুদ্ধে জ্যাব এবং কাট ব্যবহার করলেন বুদ্ধি করে খেলে গেলেন মেরি কম।