মধ্যপ্রদেশের নরসিংপুরের এই প্যারা অ্যাথলিট মনমোহন জাতীয় স্তরে রেসে একাধিক পদক জিতেছেন। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘‘ জাতীয় স্তরে যখন পদক জিতেছিলাম তখন সরকারের পক্ষ থেকে বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমনকী, সরকারি চাকরি দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু তারপর সবই যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। কিছুই পাইনি আমি ৷ ’’
advertisement
মনমোহনের কাছে এখন আর তাই রাস্তায় নেমে ভিক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই ৷ পদক জেতার পর হয়তো কিছু সংবর্ধনা পেয়েছেন ৷ কিন্তু পাননি কোনও অর্থসাহায্য ৷ জীবন চালানোই এখন কঠিন হয়ে পড়েছে এই প্যারা অ্যাথলিটের কাছে ৷ সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘‘ আমার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। খেলার জন্য টাকা চাই। সংসার চালানোর জন্য টাকা চাই। মুখ্যমন্ত্রী যদি পাশে না দাঁড়ান তাহলে রাস্তায় ভিক্ষা করেই জীবন চালাব।’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 03, 2018 11:11 AM IST