এছাড়াও এই মেয়ের গ্রাম বরপথারে একটি স্টেডিয়াম তৈরি করার ঘোষণা করেছে রাজ্য সরকার। তাঁকে ট্রেনিং করিয়েছিলেন যে চার কোচ, তাঁদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে পুরস্কৃত করা হবে। বেজিং অলিম্পিকে বিজেন্দ্র সিং, লন্ডনে মেরি কমের পর লাভলিনা দেশের তৃতীয় বক্সার, যিনি অলিম্পিকে পদক পেয়েছেন। সেমিফাইনালে তুরস্কের বক্সারের কাছে হেরে গেলেও তাঁর আগ্রাসী মনোভাব প্রশংসা কুড়িয়েছে।
advertisement
অসমের মেয়ে কথা দিয়েছেন প্যারিস থেকে সোনা নিয়ে ফেরার চেষ্টা করবেন। পাশাপাশি নিজের রাজ্য অসমে তরুণ প্রতিভা তুলে আনার ক্ষেত্রে কাজ করবেন। তিনি জানিয়েছেন আজ নিজের রাজ্য এবং দেশের মানুষের ভালোবাসা পেয়ে, তিনি নিজেকে ধন্য মনে করছেন। তবে নিজের লক্ষ্য ধরে রাখতে চান।
আগেই জানিয়েছিলেন বক্সিং চালিয়ে যাওয়ার কারণে শেষ কয়েক বছরে কোথাও ঘুরতে যেতে পারেননি। তাই এবার এক মাসের ছুটি নিয়ে কোথাও একটা ঘুরতে যেতে চান। আজ নাকি বারবার তার সেই দিনটার কথা মনে পড়ছিল, যেদিন বাবার হাত ধরে প্রথমবার নিজের গ্রাম থেকে ট্রেনে করে গুয়াহাটি এসেছিলেন প্রথমবারের জন্য।
কয়েক মাস আগেও যাঁর নাম অজানা ছিল দেশের মানুষের কাছে, আজ সেই মেয়ে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে নিজেকে। অলিম্পিকের পদক জিতে ইতিহাস তৈরি করেছে। প্রচুর পুরস্কার আসবে জানা কথা। কিন্তু এটাও ঠিক এই মেয়ে সহজে ফোকাস হারাতে রাজি নয়।