TRENDING:

Tokyo Olympics: অলিম্পিকে কোন ভারতীয় কোন ইভেন্টে নামবেন, দেখে নিন পুরো তালিকা

Last Updated:

আর কয়েকদিন পরই অলিম্পিক শুরু। দেখে নিন কোন ভারতীয় অ্যাথলিট কোন ইভেন্টে নামবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও: করোনার জন্য এক বছর পিছিয়ে গিয়েছে অলিম্পিক। টোকিওতে ২০২০ সালে বসার কথা ছিল অলিম্পিকের আসর। কিন্তু শেষমেশ তা স্থগিত হয়ে যায়। গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হতে আর কয়েকটা দিন বাকি। ইউরো, কোপার পর আরও একবার ক্রিড়াপ্রেমীদের উত্সবের মরশুম শুরু। এবার ভারতের ১২৬ জন প্রতিযোগী টোকিও অলিম্পিকের বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন। সব মিলিয়ে মোট ১৮টি ইভেন্টে নামবেন ভারতীয় অ্যাথলিটরা। একবার দেখে নেওয়া যাক কোন ভারতীয় অ্যাথলিট কোন ইভেন্টে নামবেন-
advertisement

অ্যাথলেটিক্স: দ্যুতি চাঁদ, সীমা পুনিয়া, ভাবনা জাট, প্রিয়াঙ্কা গোস্বামী, ধনলক্ষ্মী শেখর, সন্দীপ কুমার, শিবপাল সিং, কেটি ইরফান, রাহুল রোহিল্লা, গুরপ্রীত সিং, অবিনাশ সাবলে, মুরলী শ্রীশংকর, আরোকিয়া রাজীব, এমপি জাবির, নীরাজ চোপড়া, কমলপ্রীত কৌর, অন্নু রানি, তাজিন্দরপাল সিং তুর, মহম্মদ আনাস ইয়াহিয়া, নোয়াহ নির্মল টম, সার্থক ভামব্রি, অমোজ জ্যাকব, অ্যালেক্স অ্যান্টনি, ভি রেভাতি, শুভা ভেঙ্কটেশন।

advertisement

বক্সিং: মেরি কম, অমিত পঙ্ঘাল, বিকাশ কৃষ্ণণ, সতীশ কুমার, মনীশ কৌশিক, লভলিনা বর্গহাইন, আশিস কুমার, পুজা রানি, সিমরনজিৎ কৌর।

ব্যাডমিন্টন: পিভি সিন্ধু, সাই প্রণীত, চিরাগ শেট্টি, সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি।

শুটিং: মানু ভাকার, অপূর্বী চান্ডেলা, সৌরভ চৌধুরী, অভিষেক বর্মা, রাহি সর্নোবত, অঞ্জুম মোদগিল, দিব্যাংশ সিং পানওয়ার, মাইরাজ আহমেদ খান, দীপক কুমার, সঞ্জীব রাজপুত, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার, তেজস্বিনী সাওয়ান্ত, যশস্বিনী সিং দেশওয়াল, এলাভেনিল ভালারিভান, অঙ্গদ বীর সিং বাজওয়া।

advertisement

সাঁতার: সজ্জন প্রকাশ, শ্রীহরি নটরাজ, মীনা প্যাটেল।

টেবিল টেনিস: শরথ কমল, মনিকা বাত্রা, সুতীর্থ মুখোপাধ্য়ায়, সাথিয়ান গণশেকরণ।

তিরন্দাজি: অতনু দাস, দীপিকা কুমারী, তরুণদীপ রাই, প্রবীণ যাদব।

ভারত্তোলন: মীরাবাঈ চানু।

টেনিস: সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না।

আর্টিস্টিক জিমন্যাসটিক্স: প্রণতি নায়েক।

ইকুয়েস্ট্রিয়ান: ফাওয়াদ মির্জা।

ফেন্সিং: ভবানী দেবী।

গল্ফ: অনির্বাণ লাহিড়ী, অদিতি অশোক, উদয়ন মানে।

advertisement

রোয়িং: অরুণ জাট ও অরবিন্দ সিং।

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানের 'এই' জমিতে আজও হয় না কোনও ফসল! বয়ে বেড়াচ্ছে কোন 'অভিশাপ'?
আরও দেখুন

জুডো: সুশীলা দেবী লিকমাবাম।

বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics: অলিম্পিকে কোন ভারতীয় কোন ইভেন্টে নামবেন, দেখে নিন পুরো তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল