১৯৯৯ উইম্বলডন জয়। সেই জয়ই এই জুটিকে ভারতীয় টেনিসে অমর করে দিয়েছে। গত রবিবার সেই জয়ের ২২ বছ পূর্তি হয়েছে। ভক্ত থেকে শুরু করে সেলেব্রিটি, সবাই লি-হেশ জুটিকে সেই অসাধারণ জয়ের জন্য আরও একবার অভিনন্দন জানিয়েছিলেন।
advertisement
১৯৯৯ সালে ফরাসী ওপেনেও জয় পেয়েছিল লি-হেশ জুটি। তার পর উইম্বলডন। প্রথম ভারতীয় জুটি হিসাবে উইম্বলডনে জয় পেয়েছিল সেই জুটি। তার পর অবশ্য তাঁদের সম্পর্কে অনেক টানাপোড়েন হয়েছে। শেষ পর্যন্ত ওয়েব সিরিজ আবার দুই বন্ধুকে এক করছে।
গত রবিবারই চমক দেওয়ার কথা ঘোষণা করেছিলেন লিয়েন্ডার ও মহেশ। এবার জানা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে লি-হেশের সাফল্য়ের কাহিনী। এমনকী তাঁদের সম্পর্কের কিছু দিকও তুলে ধরা হবে ওয়েব সিরিজের মাধ্যমে।
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি ভারতীয় টেনিসের দুই মহাতারকার গল্প বলবেন। এই জুটির ব্যাপারে আরও কিছু চমক অপেক্ষা করে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন পরিচালক।