TRENDING:

Lee-Hesh On OTT: মুখ দেখাদেখি বন্ধ হয়েছিল দুই বন্ধুর! সেই লি-হেশ জুটি এবার ওয়েব সিরিজে

Last Updated:

ভারতীয় টেনিসের অন্যতম জনপ্রিয় জুটি লিয়েন্ডার-মহেশ এবার ওয়েব সিরিজে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লি-হেশ। এই নামেই তাঁদের ভারতীয় টেনিস সার্কিট চেনে। একসময়ের বন্ধু তাঁরা। কোর্টের বাইরেও সেই বন্ধুত্ব ছিল অটুট। কিন্তু সেই বন্ধুত্বে আবার ছেদও পড়েছিল। লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতির মুখ দেখাদেখিও বন্ধ হয়েছিল একটা সময়।
advertisement

১৯৯৯ উইম্বলডন জয়। সেই জয়ই এই জুটিকে ভারতীয় টেনিসে অমর করে দিয়েছে। গত রবিবার সেই জয়ের ২২ বছ পূর্তি হয়েছে। ভক্ত থেকে শুরু করে সেলেব্রিটি, সবাই লি-হেশ জুটিকে সেই অসাধারণ জয়ের জন্য আরও একবার অভিনন্দন জানিয়েছিলেন।

advertisement

১৯৯৯ সালে ফরাসী ওপেনেও জয় পেয়েছিল লি-হেশ জুটি। তার পর উইম্বলডন। প্রথম ভারতীয় জুটি হিসাবে উইম্বলডনে জয় পেয়েছিল সেই জুটি। তার পর অবশ্য তাঁদের সম্পর্কে অনেক টানাপোড়েন হয়েছে। শেষ পর্যন্ত ওয়েব সিরিজ আবার দুই বন্ধুকে এক করছে।

advertisement

গত রবিবারই চমক দেওয়ার কথা ঘোষণা করেছিলেন লিয়েন্ডার ও মহেশ। এবার জানা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে লি-হেশের সাফল্য়ের কাহিনী। এমনকী তাঁদের সম্পর্কের কিছু দিকও তুলে ধরা হবে ওয়েব সিরিজের মাধ্যমে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি ভারতীয় টেনিসের দুই মহাতারকার গল্প বলবেন। এই জুটির ব্যাপারে আরও কিছু চমক অপেক্ষা করে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন পরিচালক।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Lee-Hesh On OTT: মুখ দেখাদেখি বন্ধ হয়েছিল দুই বন্ধুর! সেই লি-হেশ জুটি এবার ওয়েব সিরিজে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল