গঙ্গোত্রী থেকে বঙ্গোপসাগর। গঙ্গা আর পদ্মার পথ ধরে ৩ হাজার কিলোমিটার পাড়ি। সাইকেলে একা। বানিজ্যিক নয়। একদম ব্যক্তিগত অভিযান। প্যাডেলে পা রেখে পেরিয়ে যাওয়া ভারত-বাংলাদেশের ভৌগোলিক সীমা। ফেব্রুয়ারি থেকে মার্চ। ৪৪ দিনের সফর। শুধু প্রথম বাঙালি নয়, প্রথম ভারতীয় হিসেবে বিরল এই নজির গড়েছেন সম্রাট মৌলিক। বাঘাযতীনের যুবক একসময় কর্পোরেট চাকুরে ছিলেন। এখন সব ছেড়ে অ্যাডভেঞ্চার সাইক্লিংয়ে। নদীকে ভালবাসেন। নদীমাতৃক সভ্যতার মধ্যেই সম্রাট খুঁজে পান কন্যা শিশুদের অন্য উদযাপন।
advertisement
উত্তরাখণ্ড থেকে উত্তরপ্রদেশ। বিহার, ঝাড়খণ্ড হয়ে বাংলাদেশের কুষ্টিয়া। সবশেষে বাংলায় অভিযান শেষ। সঙ্গী ছিল তাইওয়ান থেকে আনা মাউন্টেন বাইক। ভারতীয় মুদ্রায় যার দাম ৭০ হাজার টাকা। অভিযানের ২ মাস আগে মা মারা যান। তবু স্ত্রী, বাবা আর ছোট্ট মেয়ে অনুপ্রেরণা দিয়েছেন।
অ্যাডভেঞ্চার সাইক্লিংয়ে স্পনসর পাওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গিনেস বুকে এমন কীর্তি নথিভুক্ত করাও খরচ সাপেক্ষ। তবু দমছেন না বাঘাযতীনের দামাল সম্রাট। শংকর থেকে ফেলুদা, বাঙালির রক্তেই যে অ্যাডভেঞ্চার।
রিপোর্টার: প্রদীপ্ত গোস্বামী