TRENDING:

Major Dhyan Chand Khel Ratna Award: রাজীব গান্ধির নামে আর নয়! এবার থেকে ধ্যান চাঁদ খেল রত্ন পুরস্কার

Last Updated:

এবার থেকে ধ্যান চাঁদ খেল রত্ন পুরস্কার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাজীব গান্ধির নামে আর রইল না খেল রত্ন পুরস্কার। এবার থেকে মেজর ধ্যান চাঁদ খেল রত্ন। শুক্রবার হকির জাদুকরের নামে খেল রত্ন পুরস্কারের নামকরণ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বহুদিন ধরেই ক্রীড়াপ্রেমী মানুষেরা ধ্যান চাঁদকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করার দাবি তুলছিলেন। তবে সেটা এখনও হয়ে ওঠেনি। যদিও তাঁদের দাবি আংশিক হলেও পূরণ হল এদিন। ধ্যান চাঁদের নামে এবার থেকে খেলরত্ন পুরস্কার পাবেন দেশের সফল ক্রীড়াবিদরা।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দেশকে গর্বিত করছেন ভারতীয় ক্রীড়াবিদরা। এই সময়ে মেজর ধ্যান চাঁদের নামে খেল রত্ন পুরস্কার আমরা উত্সর্গ করছি। অনেক দেশবাসীর দাবি ছিল এটা। মানুষের আবেগের কথা মাথায় রেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কার প্রদান করা হবে দেশের সফল ক্রীড়াবিদদের। এতদিন পর্যন্ত ধ্যান চাঁদের পরিবারের লোকজনও প্রয়াত কিংবদন্তির ভারতরত্ন পুরস্কারের দাবি জানিয়েছেন। বিশেষ করে ধ্যান চাঁদের ছেলে অশোক কুমার দীর্ঘদিন ধরে বাবার জন্য ভারতরত্ন পুরস্কারের দাবি জানিয়েছেন। তবে সেই দাবি এখনও পূরণ হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন অবশ্য জানিয়েছেন, তিনি বহু দেশবাসীর থেকে আবেদন পেয়েছেন। তাঁদের দাবি ছিল, অবিলম্বে খেল রত্ন পুরস্কারের নামকরণ হোক মেজর ধ্যান চাঁদের নামে। প্রধানমন্ত্রী এটাও উল্লেখ করেছেন, মূলত দেশবাসীর দাবি পূরণ করেই তিনি খেল রত্ন পুরস্কারের নাম মেজর ধ্যান চাঁদের নামে করার সিদ্ধান্ত নিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Major Dhyan Chand Khel Ratna Award: রাজীব গান্ধির নামে আর নয়! এবার থেকে ধ্যান চাঁদ খেল রত্ন পুরস্কার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল