TRENDING:

Kamalpreet Kaur|| Tokyo Olympics 2020-র মঞ্চে জোরালো থ্রো, ডিসকাস থ্রো-তে হলেন ষষ্ঠ

Last Updated:

দারুণ পারফরম্যান্সকে কুর্নিশ করছেন সকলে, তবে পদক অধরা কমলপ্রীত কৌরের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও: কমলপ্রীত কৌরমহিলাদের ডিসকাস থ্রো-তে  শেষ করলেন ষষ্ঠ স্থানে৷ নিজের ফাইনালে সেরা অ্যাটেম্পটে ছোঁড়েন ৬৩.৭০৷ মহিলাদের ডিসকাস থ্রোতে ফাইনালে চমৎকার শুরু করেন৷ তিনি ৬১.৬২  মিটার প্রথম প্রচেষ্টায় ছোঁড়েন৷ তবে দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ফাউল করেন৷ তারপর খেলা বৃষ্টির কারণে কিছুক্ষণ স্থগিত হয়ে যায়৷ তৃতীয় চেষ্টায় তিনি ৬৩.৭০ মিটার ছোঁড়েন৷ যাতে ফাইনাল থেকে বার না হয়ে যান তারজন্য এটা তার দরকার ছিল৷ চতুর্থ থ্রোতে ফের তিনি ফাউল করেন৷ তবে পঞ্চম থ্রোতে তিনি ৬১,৩৭ মিটার ছোঁড়েন৷ নিজের ফাইনাল অ্যাটেম্পটে ফের একটি ফাউল করেন তিনি৷ ষষ্ঠ হয়ে শেষ করেন তিনি৷
advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী সোনার পদক পান৷ জার্মানির ডিসকাস থ্রোয়ার রুপো এবং কিউবার প্রতিযোগী ব্রোঞ্জ পান৷

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

ইকুয়েস্ট্রিয়ানে ভারতের ফওয়াদ মির্জা ২৩ তম হয়ে শেষ করেন৷ নিজের ব্যক্তিগত জাম্পিং ইভেন্টে এটা করেন তিনি৷ এদিকে সোমবার সকালে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে ভারতের মহিলা হকি দল অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে পৌঁছয়৷

বাংলা খবর/ খবর/খেলা/
Kamalpreet Kaur|| Tokyo Olympics 2020-র মঞ্চে জোরালো থ্রো, ডিসকাস থ্রো-তে হলেন ষষ্ঠ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল