কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ভারতীয় অলিম্পিক সংস্থাকে চিনা কোম্পানির স্পনসরশিপ বর্জনের পরামর্শ দিয়েছিল। আইওএ-র সচিব নরেন্দ্র বাত্রা ও রাজিব মেহতা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর পরামর্শ মেনে নিয়েছেন। দেশ ও দেশবাসীর আবেগকে সম্মান জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। আইওএ-র তরফে জানানো হয়েছে, দরকার হলে কোনও স্পনসর ছাড়াই অলিম্পিকে খেলতে নামবে ভারতীয় খেলোয়াড়রা। তবু চিনা স্পনসরশিপ নেওয়া হবে না। আইওএ-র সচিব আরও জানিয়েছেন, এই ব্যাপার নিয়ে খেলোয়াড়দের মাথা ঘামানোর কোনও প্রয়োজন নেই। গত এক বছরে এমনিতেই খেলাধুলার জগতে অনেক ক্ষতি হয়েছে। ট্রেনিং থেকে শুরু করে ফিটনেস, সব দিকেই মার খেয়েছেন খেলোয়াড়রা। তাই এই পরিস্থিতিতে খেলোয়াড়দের অলিম্পিকে পারফরম্যান্স নিয়েই ভাবতে বলেছে আইওএ। বাকি সমস্ত দিকের ব্যাপার কর্তারা বুঝে নেবেন বলে জানানো হয়েছে।
advertisement
এদিন ভারতীয় অলিম্পিক সংস্থার সচিব নরেন্দ্র বাত্রা বলেছেন, করোনার এই পরিস্থিতিতে আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে আমাদের সংস্থা। তার ওপর সংক্রমণ ছড়ানোর ভয় থাকছে। আমাদের কোনও খেলোয়ার কোনও ইভেন্টের ফাইনালে উঠেও করোনা পজিটিভ হতে পারে। তবে প্রতিটি খেলোয়াড়কে ভ্যাকসিন দেওয়া হবে। আমরা কোনও অ্যাথলিটকে জোর করতে পারি না। তবুও সবাইকে অনুরোধ করা হয়েছে, যেন ভ্যাকসিন নিয়েই টোকিওতে নামে তারা। ইতিমধ্যে ১২০ জন অ্যাথলিট ও ১২৭ জন প্যারা-অ্যাথলিটকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ৫৮ জন অ্যাথলিট দ্বিতীয় ডোজ নিয়েছে। ১১৪ জন কোচ ও সাপোর্ট স্টাফকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। ৩৭ জন এখনো পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়ে ফেলেছেন।
