TRENDING:

Indian Women Hockey Team|| Narendra Modi মহিলা হকি দলকে ফোন করতেই কান্না প্লেয়ারদের,তারপর, দেখে নিন কী হল

Last Updated:

Tokyo Olympics 2020 -র মঞ্চে আপনাদের শরীর থেকে যে ঘাম ঝরেছে তা কোটি কোটি ভারতীয় মহিলাকে অনুপ্রাণিত করেছে- ভারতীয় মহিলা হকি দলকে (Indian Women Hockey Team) বললেন প্রধানমন্ত্রী (Narendra Modi) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় মহিলা হকি দলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার ফোন করেন৷ প্রধানমন্ত্রীর ফোনেই কান্নায় ভেঙে পড়েন অনেক খেলোয়াড়৷ কিন্তু প্রধানমন্ত্রী সকলকেই আশ্বাস দেন৷ বেশ কিছু সময় ধরেই ভারতীয় মহিলা হকি খেলোয়াড়রা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছিল তবে এভাবে একেবারে অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছবেন তাঁরা এই আশা হয়ত অনেকেই করেননি৷ ব্রোঞ্জ পদকের জন্য তাঁদের লড়াই ছিল গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে৷
advertisement

হাড্ডাহাড্ডি লড়াই করে মেয়েরা ৩-৪ গোলে হেরে যায়৷ শুক্রবার সকালে তবে এক ইঞ্চি জমিও বিনা লড়াইতে ছাড়েননি ভারতীয় মহিলা হকি দলের খেলোয়াড়রা৷ তাই হারের দুঃখ থাকলেও মেয়েদের এই অদম্য পারফরম্যান্সকে কুর্নিশ করেছেন সকলেই৷ ৫-৬ বছর ধরে ভারতের মেয়েরা প্রচণ্ড পরিশ্রম করেছেন৷ প্রধানমন্ত্রী তাঁদের বলেন আপনাদের ঘাম দেশকে পদক দিতে পারেনি কিন্তু আপনাদের ঘাম দেশের কোটি কোটি মেয়েদের প্রেরণা দিয়েছে৷ তিনি জানিয়েছেন প্রতি খেলোয়াড়কে তাঁর অভিনন্দন আর বার্তা দিয়েছেন একদম নিরাশ যেন তাঁরা না হন৷

advertisement

প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি এক খেলোয়াড় নবনীতের চোখের চোটেরও উল্লেখ করেন৷ তখন দলের অধিনায়ক রাণী বলেন -যে সেই মেয়েটির চারটি সেলাই পড়েছে৷ এতে নরেন্দ্রে মোদি বলেন, বাপরে বাপ, কী অসুবিধা হয়েছে দেখলাম, তারপর বলেন এখন কোনও অসুবিধা নেই তো৷  বন্দনা, সলিমা সকলে ভালো খেলেছে বলেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নরেন্দ্র মোদি যখন প্লেয়ারদের কান্নার আওয়াজ শোনেন তখন তিনি বলেন আপনারা কান্না বন্ধ করুন৷ আমি আপনাদের কান্না শুনতে পাচ্ছি৷ একদম নিরাশ হবেন না৷ আপনাদের পরিশ্রমে হকি ফের পুনরুজ্জীবিত হয়েছে৷ এভাবে নিরাশ হবেন না৷

বাংলা খবর/ খবর/খেলা/
Indian Women Hockey Team|| Narendra Modi মহিলা হকি দলকে ফোন করতেই কান্না প্লেয়ারদের,তারপর, দেখে নিন কী হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল