TRENDING:

Tokyo Olympics 2020: ছিঃ! আর্জেন্টিনার কাছে হারের পর জাত তুলে খোঁটা বন্দনা কাটারিয়াকে

Last Updated:

এঁরা কাঁরা, ভারতীয় মহিলা হকি দলের সদস্যের পরিবারকে কীভাবে হেনস্তা হতে হল...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও:  টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) ভারতীয় অ্যাথলিটরা নিজের মতো চেষ্টা করতে কসুর করছেন না৷ ভারতের প্রতিটা অ্যাথলিটের পরিশ্রমই চোখে পড়ছে৷ আর দেশবাসীও করোনাকালে দেশ থেকে সমর্থণের ঝুলি উজাড় করে দিচ্ছেন কিন্তু এরমধ্যেও বেশ কিছু ঘটনা ভীষণ খারাপভাবে রেখাপাত করছে৷ জাতি-ধর্ম সব দূরে সরিয়ে একদেশ এক জাতি হয়ে ওঠার চেষ্টা যখন গোটা দেশের তখন নাকি ভারতীয় মহিলা হকি দলের ক্রীড়াবিদকে জাত তুলে খোঁটা দেওয়া হল৷ এই  ঘটনার জন্য এবার জাত নিয়ে খোঁটা দেওয়া হল বন্দনা কাটারিয়াকে (Vandana Katariya) ৷ হরিদেবারে কাটারিয়ার পরিবারকে হেনস্তা করা হয় উচ্চবর্ণের মানুষদের দ্বারা৷
advertisement

রিপোর্ট অনুযায়ি জাত তুলে একেবারে তুলোধনা করে দেওয়া হয় বন্দনার পরিবারকে৷ তাঁর হরিদ্বারের রোশনাবাদ গ্রামে বাস করেন৷ আর্জেন্টিনার কাছে ম্যাচ হারের পরই তাঁদের দিকে ধেয়ে আসে অত্যাচার৷

ম্যাচ শেষ হওয়ার পরেই দুই জন উচ্চবর্ণের লোক তাঁদের বাড়িতে আসেন সেখানে এসে তাঁদের জাত তুলে পরিবারকে ছোট করে দেওয়া হয়৷ তাঁরা বাড়ির বাইরে বাজি ফাটিয়ে তাঁদের ছোট করতে শুরু করেন৷ তাঁদের বাড়ির বাইরে নাচতে নাচতে বলতে থাকেন , ‘‘অনেক দলিত খেলোয়াড়৷’’

advertisement

বন্দনা কাটারিয়ার পরিবার গোটা ঘটনায় ভীষণ ভেঙে পড়েন৷ তাঁরা স্থানীয় পুলিশ থানায় ঘটনার রিপোর্ট করেন৷ পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে৷ পুলিশকে তাঁরা গোটা ঘটনার রিপোর্ট করেন৷ কাটারিয়ার পরিবার জানিয়েছে তাঁরা নিজের পরিবারের মেয়েকে নিয়ে গর্বিত৷ পাশাপাশি ভারতীয় মহিলা হকি দলের (Indian women’s hockey team) লড়াকু পারফরম্যান্সকে কুর্নিশ করেন৷

বন্দনার ভাই শেখর ম্যাচ শেষের পর এই নক্কারজনক ঘটনা নিয়ে রিপোর্ট করেন৷ কীভাবে উচ্চ বর্ণের মানুষরা এভাবে তাঁরা নিচু জাতির বলে প্রশ্ন তুলতে পারেন সেটাই ভাবছেন বন্দনার ভাই৷ তিনি জানিয়েছেন উচ্চবর্ণের মানুষরা কীভাবে তাঁদের হাসির খোরাক করেছেন৷

advertisement

তিনি জানিয়েছেন তাঁর পরিবার কী ভাবে বাড়ির বাইরে পা রাখলেই তাঁদের জাতি তুলে কথা শোনানো হয়৷ সিদকুল পুলিশের এসএইচও কাটারিয়া পরিবারের পক্ষ থেকে এই রিপোর্ট জানানো হয়েছে বলে মেনে নিয়েছেন৷ গোটা ঘটনার তদন্ত চলছে৷

বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: ছিঃ! আর্জেন্টিনার কাছে হারের পর জাত তুলে খোঁটা বন্দনা কাটারিয়াকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল