advertisement
অল্পের জন্য ২০১৬ রিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেননি সতীশ। যোগ্যতা নির্ণায়ক পর্ব থেকে ছিটকে যান। তবে এশিয়ান অলিম্পিক্স কোয়ালিফায়ারে ব্রোঞ্জ জিতে তিনি টোকিওর টিকিট পাকা করেছিলেন। অন্যদিকে, ১৯৯৬ সালের পর থেকে আর কোনও জামাইকান বক্সার অলিম্পিক্সের রিংয়ে নামতে পারেননি। এবার উদ্বোধনী অনুষ্ঠানে টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে জামাইকার পতাকাবাহক হয়েছিলেন রিকার্ডো ব্রাউন। তবে আপাতত প্রথম ম্য়াচেই ভারতীয় বক্সারের কাছে বিধ্বস্ত তিনি। রাউন্ড অফ সিক্সটিন-এ সতীশ স্প্লিট ডিসিশন-এর হিসাবে ৪-১ ব্যবধানে জামাইকান বক্সারকে এদিন হারিয়ে দিয়েছেন। কোয়ার্টার ফাইনালে এবার উজবেকিস্তানের বাখোদির জালোলভের বিরুদ্ধে খেলবেন সতীশ কুমার। জালোলভ কঠিন প্রতিপক্ষ। তবে তাঁর বিরুদ্ধে জিতলেই সতীশের টোকিওয় পদক জয় পাকা।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 29, 2021 10:31 AM IST
