তার আগে ২৮ জুলাই থেকে ৮ আগস্ট কমনওয়েলথ গেমস। দুটি ইভেন্টের ভেতর ব্যবধান মাত্র ৩৫ দিনের। কমনওয়েলথ গেমসে সোনা জিততে গেলে অস্ট্রেলিয়া, ব্রিটেন, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই করতে হবে। অন্যদিকে এশিয়ান গেমসে ভারতকে চ্যালেঞ্জ করার মত জাপান এবং কিছুটা মালয়েশিয়া ছাড়া আর কেউ নেই। চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এশিয়ান গেমসে বেশি। চ্যাম্পিয়ন হতে পারলেই প্যারিস অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করে যাবে ভারত।
advertisement
তাই প্রধান কোচ গ্রাহাম রিড এবং হকি ইন্ডিয়ার কর্তারা ঠিক করেছেন সম্পূর্ণ ফোকাস দেওয়া হবে এশিয়ান গেমসে। এমনভাবে প্রস্তুতি নেওয়া হবে যাতে এশিয়ান গেমস শুরু হওয়ার আগে চূড়ান্ত ফিটনেস এবং ছন্দে থাকে পুরুষ এবং মহিলা হকি দল। টোকিওতে ইতিহাস ভারতীয় হকি। পুরুষ দল জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে। মহিলারা লড়াই করে অল্পের জন্য পদক হাতছাড়া করেছে গ্রেট বৃটেনের কাছে।
মনপ্রিত, রূপিন্দের, সিমরানজিত, শ্রীজেশদের পাশাপাশি রানী রামপাল, বন্দনা, সালিমা, গুরজিত, সবিতাদের জন্য গর্বিত হয়েছে দেশ। তাই ভারতীয় হকির আগামীদিন যে সোনা দিয়ে বাঁধানো তাতে সন্দেহ নেই। সবার আগে তাই এশিয়ান গেমস চ্যাম্পিয়ন হয়ে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত করতে চায় ভারত। মহিলাদের কোচ সোর্ড ম্যারিন অবশ্য অলিম্পিকের পর দায়িত্ব ছেড়েছেন। নতুন কোচ হিসেবে কে নিযুক্ত হন সেটাই দেখার।