পূজারা ইংলিশ বোলারদের বেশ নাকাল করেছেন৷ ইংল্যান্ডের পেসার ক্রেগ ওবারটন পূজারার ওপর চাপ বাড়াতে নানারকম চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই সাফল্য পাচ্ছিলেন না৷ পূজারার ব্যাটিং দেখে ওবারটন নিজের মেজাজের ওপরও নিয়ন্ত্রণ হারাচ্ছিলেন৷ ৪৯ ওভারে তিনি নিজের ভিতরে জমে থাকা রাগ বাইরে বার করে দেন৷ সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দারুণ গতিতে ভাইরাল (Viral Video) ৷
advertisement
পূজারা ওবারটনের বল ব্যাকফুটে দুটি দারুণ চার মারেন৷ এতে আরও রেগে ়যান তিনি৷ এরপর চতুর্থ বলে যা হয়েছে তাতে পরিষ্কার ইংল্যান্ডের প্লেয়ারদের নার্ভের ওপর কিরকম চাপ ছিল৷ ওবারটন সোজা বল করেন, তাতে পূজারা শানদার ডিফেন্স করেন৷
ওবারটন ফিরতি বল আটকান তারপর বল তুলে এরকম করেন যেন এবার বলটা দিয়ে পূজারাকে মেরেই দেবেন৷ এভাবে উনি পূজারাকে ভয় দেখানোর চেষ্টা করেন৷ এইভাবে বল করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রবল নিন্দার শিকার হয়েছেন৷ তাঁকে ব্যাপকভাবে ট্রোল করা হচ্ছে৷ ওবারটন একের পর এক বাউন্ডারি খেয়ে ভীষণই অখুশি ছিলেন , আর এদিন পূজার বড় শট না খেলার মুডে ছিলেন না৷
