TRENDING:

Ind vs Eng: এত্ত রাগ! Pujara-র ওপর রাগ দেখাতে ইংলিশ বোলারের নিন্দনীয় কাণ্ড, দেখুন Viral Video

Last Updated:

Ind vs Eng: পূজারা ইংলিশ বোলারদের বেশ নাকাল করেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওভাল: ভারত বনাম ইংল্যান্ডের (India vs England)  মধ্যে ওভালে হচ্ছে চতুর্থ টেস্ট চলছে৷ ম্যাচে রোহিত শর্মা (Rohit Sharma), কেএল রাহুল (KL Rahul) আর চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) চমৎকার ব্যাটিং পারফরম্যান্স দিয়েছেন৷ তিন ক্রিকেটারের দাপুটে ব্যাটিং ভারতীয় ফ্যানরা খুশি৷ রোহিত ১২৭ রান করেছেন৷ রাহুল ৪৭ রান ও চেতেশ্বর পূজারা ৬১ রান করেছেন৷ এই ত্রয়ীর ব্যাটিং পারফরম্যান্সের জেরেই তৃতীয় দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ভারত ৩ উইকেটে ২৭০ রান করেছে৷
india vs england: craig overton tries to intimidate cheteshwar pujara watch video
india vs england: craig overton tries to intimidate cheteshwar pujara watch video
advertisement

পূজারা ইংলিশ বোলারদের বেশ নাকাল করেছেন৷ ইংল্যান্ডের পেসার ক্রেগ ওবারটন পূজারার ওপর চাপ বাড়াতে নানারকম চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই সাফল্য পাচ্ছিলেন না৷ পূজারার ব্যাটিং দেখে ওবারটন নিজের মেজাজের ওপরও নিয়ন্ত্রণ হারাচ্ছিলেন৷ ৪৯ ওভারে তিনি নিজের ভিতরে জমে থাকা রাগ বাইরে বার করে দেন৷ সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দারুণ গতিতে ভাইরাল (Viral Video) ৷

advertisement

পূজারা ওবারটনের বল ব্যাকফুটে দুটি দারুণ চার মারেন৷ এতে আরও রেগে ়যান তিনি৷ এরপর চতুর্থ বলে যা হয়েছে তাতে পরিষ্কার ইংল্যান্ডের প্লেয়ারদের নার্ভের ওপর কিরকম চাপ ছিল৷ ওবারটন সোজা বল করেন, তাতে পূজারা শানদার ডিফেন্স করেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

ওবারটন ফিরতি বল আটকান তারপর বল তুলে এরকম করেন যেন এবার বলটা দিয়ে পূজারাকে  মেরেই দেবেন৷ এভাবে উনি পূজারাকে ভয় দেখানোর চেষ্টা করেন৷ এইভাবে বল করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রবল নিন্দার  শিকার হয়েছেন৷ তাঁকে ব্যাপকভাবে ট্রোল করা হচ্ছে৷ ওবারটন একের পর এক বাউন্ডারি খেয়ে ভীষণই অখুশি ছিলেন , আর এদিন পূজার বড় শট না খেলার মুডে ছিলেন না৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng: এত্ত রাগ! Pujara-র ওপর রাগ দেখাতে ইংলিশ বোলারের নিন্দনীয় কাণ্ড, দেখুন Viral Video
Open in App
হোম
খবর
ফটো
লোকাল