TRENDING:

India vs Australia: মেলবোর্নে বুমরাহ-অশ্বিনদের দাপটে অস্ট্রেলিয়া শেষ ১৯৫ রানে, ভারত ১ উইকেটে ৩৬

Last Updated:

ব্যাট করতে নেমে শুরুতেই ময়াঙ্ক আগরওয়ালের উইকেট হারায় ভারত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অস্ট্রেলিয়া: ১৯৫ (৭২.৩ ওভার)
advertisement

ভারত: ৩৬/১ (১১ ওভার)

প্রথম দিনের খেলা শেষে স্কোর

#মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে ১৯৫ রানেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। এমসিজিতে এদিন একেবারেই সুবিধা করে উঠতে পারেননি অজি ব্যাটসম্যানরা ৷ বুমরাহ-অশ্বিনদের দাপটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস স্থায়ী হল ৭২.৩ ওভার ৷ অভিষেক ম্যাচে নজর কাড়লেন পেসার মহম্মদ সিরাজও ৷ ১৫ ওভার বল করে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি ৷ অন্যদিকে বুমরাহের ঝুলিতে ৪ উইকেট এবং অশ্বিন পেয়েছেন ৩টি উইকেট ৷ একটি উইকেট জাদেজার ৷

advertisement

দিনের প্রথম সেশনেই ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে সমস্যায় পড়েছিল অস্ট্রেলিয়া। জো বার্নস (০), ম্যাথু ওয়েড (৩০), স্টিভ স্মিথ (০) ফিরেছিলেন দ্রুত। এরপর ক্যাঙারুদের ইনিংস টানছিলেন লাবুশানে-হেড জুটি ৷ কিন্তু সিরাজের বলে লাবুশানে (৪৮) এবং বুমরাহের বলে ট্র্যাভিস হেড (৩৮) রান করে আউট হতেই ফের চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া ৷ চা বিরতির পর মাত্র ৫৯ রান তুলতেই শেষ ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, দেখতে হলে যেতে হবে 'নবাবে'র জেলায়
আরও দেখুন

ব্যাট করতে নেমে ভারতও শুরুতেই ওপেনার ময়াঙ্ক আগরওয়ালের উইকেট হারায় ৷ কোনও রান না করেই প্যাভিলিয়ানে ফেরেন তিনি ৷ দিনের শেষে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৬ রান ৷ ২৮ রানে ব্যাট করছেন এই ম্যাচে অভিষেক হওয়া আরেক ক্রিকেটার শুভমান গিল ৷ পূজারা অপরাজিত ৭ রানে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
India vs Australia: মেলবোর্নে বুমরাহ-অশ্বিনদের দাপটে অস্ট্রেলিয়া শেষ ১৯৫ রানে, ভারত ১ উইকেটে ৩৬
Open in App
হোম
খবর
ফটো
লোকাল