এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিল ভারত ৷ ম্যাচের ২৫ মিনিটেই রমণদীপ সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত ৷ এক গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁঝ বাড়ায় পাকিস্তানও ৷ কিন্তু দু‘দলের কেউই গোলমুখ খুলতে পারছিল না ৷
তবে শুরু থেকে আক্রমণাত্মক ভারত ম্যাচের শেষ দশ মিনিটে একেবারে ছিঁড়ে খায় চিরপ্রতিদ্বন্দ্বীদের ৷ ৫৪ মিনিটে দিলপ্রীত সিং ভারতের হয়ে দ্বিতীয় গোল করেন ৷ আক্রমণের ঝাঁঝ বাড়াতে পাকিস্তান নিজেদের গোলরক্ষককেও আক্রমণাত্মক পজিশনে তুলে আনে ৷ কিন্তু সিদ্ধান্তটি ব্যাকফায়ার করে ৷ স্লাইডিংয়ে ভারতের তিন নম্বর গোল করেন মনদীপ সিং ৷ ৫৯ মিনিটে আরও একটি গোল সেরে নেন ললিত ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 23, 2018 8:09 PM IST
