সব বিতর্কের সূত্রপাত একটি ট্যুইটে ৷ ববিতা ট্যুইটে লিখেছিলেন, ‘‘ করোনা ভাইরাস সমস্যা এখনও ভারতের দ্বিতীয় সমস্যা ৷ আসল সমস্যা এখনও ‘জাহিল জামাতি’-রাই ’’৷
ববিতার এই ট্যুইটের পর থেকেই তাঁর দিকে ধেয়ে আসে নানা হুমকি ৷ কেউ কেউ অশ্লীল গালিগালাজ করতেও ছাড়েননি তাঁকে ৷ ভারতীয় কুস্তিগীরও অবশ্য দমবার পাত্র নয় ৷ তিনিও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জবাব দিয়েছেন নিজস্ব কায়দাতেই ৷ ববিতার সাফ জবাব, তিনি অভিনেত্রী জায়েরা ওয়াসিম নন ৷ যে শুধুমাত্র ধর্মের নামে হুমকি দিয়ে তাঁকে ভয় দেখানো যাবে ৷ তিনি দমে যাওয়ার পাত্র একেবারেই নন ৷ তিনি নিজের মন্তব্যে এখনও অনড় ৷ কারণ তিনি কোনও ভুল কথা বলেন নি ৷ উল্টে ববিতা প্রশ্ন ছোঁড়েন, ‘‘নিজামুদ্দিনের তবলিঘি জামাতের জমায়েতের পরেই কি দেশে বাড়েনি করোনা আক্রান্তের সংখ্যা ? তাহলে নিজেরাই আপনারা বলুন দোষী কারা ?’’
প্রসঙ্গত, বলিউডের অভিনেত্রী জায়েরা ওয়াসিম ধর্মীয় ফতোয়ার জন্যই সিনেমায় অভিনয় করা ছেড়ে দিয়েছিলেন ৷ কিন্তু সেই পথে যে ববিতা হাঁটবেন না, তা পরিষ্কার করে দিয়েছেন তিনি ৷
