TRENDING:

গ্রেড ওয়ান টিয়ার নিয়েও অলিম্পিক্সের জন্য মরিয়া চেষ্টা হিমার, ব্যর্থ হওয়ার পর যা বললেন কিরেন রিজিজু

Last Updated:

হিমা দাসকে (Hima Das) এই রকম মারত্মক চোট নিয়ে দৌড়তে মানা করছিলেন সকলেই, কিন্তু...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান চোট নিয়ে রেসে দৌড়েছিলেন৷ বারণ করেছিল তাঁর কোচ, বারণ করেছিল ফেডারেশন৷ কিন্তু কারোর কথা না শুনেই অলিম্পিক্সের টিকিটের জন্য মরিয়া চেষ্টা করেছিলেন হিমা দাস৷ ইন্টারস্টেট স্পোর্টস মিটে ২০০ মিটারে দৌড় দিয়ে টোকিও -র টিকিটের জন্য চেষ্টা করেছিলেন তিনি৷ তবুও ২৩ জুলাই অলিম্পিক্সের সব আশায় জল পড়ে গেল হিমার৷
advertisement

এদিকে হিমার এই ব্যর্থতার পর অবশ্য তাঁর পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজজু৷ তিনি অবশ্য হিমাকে ভেঙে পড়তে বারণ করে সামনের অন্য বড় লড়াইতে নামার বার্তা দিয়েছেন৷

এর আগেও পাতিয়ালা অ্যাথলেটিক্স মিটে সোনা পেলেন অসমের নামী স্প্রিন্টার হিমা দাস ৷ কিন্তু যে সময় করলে তাঁর টোকিও অলিম্পিকে যাওয়া নিশ্চিত হতো, তা তিনি করতে পারেননি ৷ এর ফলে টোকিওয়ে যাওয়া হচ্ছে না ‘ঢিং এক্সপ্রেস’-এর ৷ দৌড়ে ২২.৮০ সেকেন্ডের সময় করতে ব্যর্থ হিমা ৷ তাই অলিম্পিক যাত্রা আর হচ্ছে না হিমার ৷ ইন্ডিয়ান গ্রাঁ প্রি অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার ট্র্যাক ইভেন্টে জোড়া সোনা জিতলেও কোনও লাভ হল না হিমার ৷ রেসে নির্ধারিত সময় করতে পারলেন না তিনি ৷

advertisement

সম্প্রতি ফেডারেশন কাপ ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তামিলনাডুর ধনলক্ষ্মীকে ২০০ মিটার রেসে হারান হিমা ৷ ওই ইভেন্টে ২৩.২১ সেকেন্ড সময় করেন তিনি ৷ অন্যদিকে ধনলক্ষ্মী করেন ২৩.৩৯ সেকেন্ড ৷ কিন্তু রেসে জিতেও কোনও লাভ হল না হিমার ৷ কারণ অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজন ছিল ২২.৮০ সেকেন্ড সময়ের মার্ক ৷ তামিলনাডুর আরেক স্প্রিন্টার অর্চনা এস সুসে করেন ২৩.৬০ সেকেন্ড সময় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

হিমা যোগ্যতামান না পেরোলেও দেশের আরেক নামী অ্যাথলিট দ্যুতি চাঁদ পাতিয়ালা মিটে ১০০ মিটারে সোনা জিতেছেন ৷

বাংলা খবর/ খবর/খেলা/
গ্রেড ওয়ান টিয়ার নিয়েও অলিম্পিক্সের জন্য মরিয়া চেষ্টা হিমার, ব্যর্থ হওয়ার পর যা বললেন কিরেন রিজিজু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল