TRENDING:

‘কী করে আমি ঝরঝরে ইংরেজি বলব, যদি লেখাপড়াই ছেড়ে দিই...’ দেশে ফিরেই উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় বসলেন হিমা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: দেশের অ্যাথলিটদের মধ্যে নতুন সেনসেশন হিমা দাস ৷ অনেক কম বয়সেই যে তিনি অ্যাথলেটিক্সের বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন ৷ তা কারোরই অজানা নয় ৷ কিন্তু অর্জুন পুরস্কার প্রাপ্ত হিমা দাস যে এখনও উচ্চ-মাধ্যমিক পরীক্ষাই দেননি ৷ সে বিষয়টি হয়তো অনেকেই জানেন না ৷
advertisement

তাই তুরস্ক থেকে অসমের ঢিংয়ে নিজের বাড়িতে ফিরে ‘সোনার মেয়ে’ এখন ব্যস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে ৷ খেলাধূলা নিয়ে ব্যস্ততার মাঝেই উচ্চ-মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিও সেরেছেন হিমা ৷ ঢিং কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী হিমা ৷ মঙ্গলবার নিজের ইনোভায় চড়ে স্কুল ইউনিফর্ম পরে পরীক্ষা দিতে এসেছিলেন সোনার মেয়ে ৷

advertisement

সকাল ৮টা নাগাদ পরীক্ষাকেন্দ্রের সামনে দেখা যায় ঢিং এক্সপ্রেসকে ৷ অসমের লক্ষ লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো হিমাও এদিন এসেছিলেন উচ্চ-মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিতে ৷ এত দিন পর নিজের সহপাঠি ও শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ার পর স্বভাবতই খুশি হিমা ৷ তিনি জানান, ‘‘ খেলাধূলার সঙ্গে পড়াশোনাটা চালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করি ৷ মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরের বিভিন্ন মানুষদের সঙ্গে আমার বিভিন্ন সময় দেখা করতে হয় ৷ কী করে আমি ঝরঝরে ইংরেজি বলব, যদি লেখাপড়াই ছেড়ে দিই ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
‘কী করে আমি ঝরঝরে ইংরেজি বলব, যদি লেখাপড়াই ছেড়ে দিই...’ দেশে ফিরেই উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় বসলেন হিমা