TRENDING:

পেশাদার খেলোয়াড়দের আয়ে ভাগ বসাবে সরকার,বিজেপি শাসিত রাজ্যের নয়া নিদান

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : এই দেশেই সব হওয়া সম্ভব ৷ এবার নয়া নির্দেশিকা জারি করল হরিয়ানা সরকার ৷ এখন বিজেপি শাসিত হরিয়ানায় মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ৷
advertisement

হরিয়ানা স্পোর্টস কাউন্সিল এক নয়া নির্দেশিকায় জানিয়েছে বিভিন্ন খেলোয়াড় যাঁরা পেশাদার ক্রীড়া থেকে আয় করেন এবং বিজ্ঞাপনী চুক্তিতে রয়েছেন তাঁদের আয়ের এক তৃতীয়াংশ হরিয়ানা স্পোর্টস কাউন্সিলে জমা দিতে হবে ৷

এপ্রিল মাসের ৩০ তারিখ এই নির্দেশিকা জারি হয়েছে ৷ রাজ্যে ক্রীড়ার উন্নয়নের জন্য ব্যবহার করা হবে এই অর্থ ৷

আরও পড়ুন - রোনাল্ডো পেলেন না গোল, তবু জিতল পর্তুগাল, দেখুন ভিডিও

advertisement

যখন তাঁরা পেশাদার টুর্নামেন্ট খেলতে যাবেন তখন তাঁদের পুরো আয়ই নিয়ে নেবে কাউন্সিল ৷ এই নির্দেশিকা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ক্রীড়াবিদরা ৷ ভারতের অলিম্পিয়ান কুস্তিগির সুশীল কুমার জানিয়েছেন এটা একটা বোঝা ৷ তিনি বলেছেন . ‘‘ খেলোয়াড়রা এই অতিরিক্ত কাজ করে তাদের পরিবার প্রতিপালনেক জন্য ৷ সরকার আমাদের ওপর অতিরিক্ত চাপ দিতে পারে না ৷ এই ধরণের নির্দেশিকা প্রথমবার শুনছি ৷ মুখ্যমন্ত্রীর এটা পুনর্নবিবেচনা করা উচিত ৷’’

advertisement

আরও পড়ুন - আইপিএল শেষ হলেও সাক্ষী পাচ্ছেন না ধোনির পুরো সময়

দঙ্গল ছবি- খ্যাত ফোগট পরিবারের ববিতা ফোগট জানিয়েছেন, ‘‘ সরকার কি আদৌ বোঝে একজন ক্রীড়াবিদকে ঠিক কতটা পরিশ্রম করতে হয় ৷ তাদের রোজগারের এক তৃতীয়াংশ দাবি করা হচ্ছে কী করে ৷ ’’

এই নোটিশের পক্ষে সওয়াল করে হরিয়ানার বিজেপি নেতা জওহার যাদব জানিয়েছেন ক্রীড়াবিদরা মেডেল পেলে তাঁরা কিছু বলেন না৷ কিন্তু সরকারি চাকরি করে যখন ক্রীড়াবিদরা বিজ্ঞাপনী প্রচার থেকেও রোজগার করেন তখন তাঁদের আয়ে সরকারের অধিকার আছে ৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
পেশাদার খেলোয়াড়দের আয়ে ভাগ বসাবে সরকার,বিজেপি শাসিত রাজ্যের নয়া নিদান