২৩ বছর বয়সি নীরজের বাড়ি হরিয়ানার পানিপথে৷ টোকিও অলিম্পিক্সে ভারতের জন্য প্রথম সোনার পদক জেতার পাশাপাশি প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করলেন৷ ২০০৮ সালে শ্যুটিংয়ে অভিনব বিন্দ্রার পর এটাই কোনও ভারতীয়ের দ্বিতীয় ব্যক্তিগত সোনা জয়৷
অলিম্পিক্সে জ্যাভলিনের ফাইনালে নীরজের থেকে পদকের আশা করেছিল গোটা দেশ৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারও টিভি-র পর্দায় নজর রেখেছিলেন৷ নীরজ ইতিহাস সৃষ্টি করার পরই তাঁর জন্য ৬ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেন তিনি৷ ট্যুইট করে নীরজকে শুভেচ্ছা জানিয়ে খাট্টার লেখেন, 'এই দিনটার জন্যই গোটা দেশ অপেক্ষা করছিল৷'
শুক্রবার ইমুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়া হরিয়ানার প্রত্যেক ক্রীড়াবিদকে ১০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেবে তাঁর সরকার৷ অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথম সাতটি পদক জিতল ভারত৷ নীরজের সোনা ছাড়াও দু'টি রুপো এবং চারটি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদরা৷
