TRENDING:

মহম্মদ আলিকে হারিয়েছিলেন, তবে ক্যান্সারকে হারাতে পারলেন না, প্রয়াত স্পিঙ্কস

Last Updated:

দেখে নিন সেই ভিডিও যেখানে মহম্মদ আলিকে হারিয়েছিলেন ...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাস ভেগাস: লিঁও স্পিনক্স যিনি অলিম্পিক্সে সোনার পদক জিতেছিলেন, যিনি মহম্মদ আলিকে হারিয়ে হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন৷ কিন্তু ক্যান্সার যুদ্ধে লড়াই জিততে পারলেন না৷ ৬৭ বছর বয়সে তিনি মারা গেলেন৷ অষ্টম প্রো ফাইটেই মহম্মদ আলিকে হারানো বক্সার৷
advertisement

স্পিঙ্কস নিজের শেষ জীবনে লাস ভেগাসে কাটাচ্ছিলেন৷ শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়৷ পাবলিক রিলেশন ফার্ম একটি রিলিজ দিয়েছিল৷ তাঁর প্রস্টেট ক্যান্সার ও আরও নানা ক্যান্সার আক্রান্ত হয়েছিল৷

তাঁর স্ত্রী ব্রেন্ডা গ্লুর স্পিঙ্কস ও তাঁর কয়েকজন বন্ধু ও পরিবারের সদস্য মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন৷ সকলের প্রিয় হেভিওয়েট বক্সারের অসম্ভব মদে আসক্তি ছিল৷  ১৯৭৮ সালে ১২ রাউন্ড লড়াইয়ের পর তিনি মহম্মদ আলিকে হারিয়ে খেতাব জিতেছিলেন৷ সেই সময় তিনি অবাছাই ছিলেন৷ আলি সহজ প্রতিপক্ষ হিসেবে স্পিঙ্কসকে বেছেছিলেন৷

advertisement

গোটা লড়াইতে চিরাচরিত নিয়ম মেনে না খেলে মহম্মদ আলির বিরুদ্ধে আপারহ্যান্ড নিয়েছিলেন স্পিঙ্কস৷ এর সাত মাস পর ফের এই দুই প্রতিপক্ষ লড়াইতে নামেন৷ মহম্মদ আলি ৭২ হাজার দর্শকের উপস্থিতিতে লডা়ইতে সম্মত হন৷ আর জাতীয় টেলিভিশনে এর সম্প্রচার দেখেছিল ৯ কোটি মানুষ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে যে সময়ে এই লড়াই হয়েছিল মহম্মদ আলি ততদিনে তারকা আর স্পিঙ্কস কোনও ‘দরের’ প্রতিদ্বন্দ্বীই ছিলেন না৷ সেই নিউ অরলিয়ান্সের ম্যাচে স্পিঙ্কস জিততে পারেননি৷ এরপর ১৯৮১ সালে তাঁরা ফের একবার মুখোমুখি হন কিন্তু তৃতীয় রাউন্ডেই ম্যাচে থেমে যান৷ ১৯৯০ -র মধ্যে অবধি তিনি রিংয়ে নামতেন৷ তিনি কেরিয়ার শেষ করেন ২৬-১৭-৩ ফলাফলে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মহম্মদ আলিকে হারিয়েছিলেন, তবে ক্যান্সারকে হারাতে পারলেন না, প্রয়াত স্পিঙ্কস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল