এদিন জিয়াওকে ২১-১৩, ২১-১৫ ম্যাচ জিতে ব্রোঞ্জ নিশ্চিত করেন পিভি সিন্ধু৷ ১২৫ বছরে এই প্রথম ভারতীয় তিন মহিলা অ্যাথলিট পদক জিতলেন৷ এটা ভারতীয় মহিলাদের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স৷
২০০০ সালে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ অলিম্পিক্সের মঞ্চে পদক পেয়েছিলেন৷ ১০৪ বছরের অপেক্ষার পর এই সাফল্য এসেছিলে ভারতের৷ ১৮৯৬ সালে শুরু হওয়া অলিম্পিক্স থেকে ২০০০-র সিডনি এই লম্বা পথ পাড়ির পর ভারতীয় মেয়েরা সাফল্যের উড়ান শুরু করেন৷ এরপর ২০০৪ ও ২০০৮ সালে অবশ্য মেয়েরা পদক পাননি৷
advertisement
২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ২ জন ভারতীয় মহিলা প্রথমবার একসঙ্গে পদক জেতেন৷ বক্সিংয়ে মেরিকম এবং সাইনা নেহওয়াল ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক জেতেন৷ ২০১৬ সালে ভারতীয় দুই মহিলা ফের পদক জেতেন৷ এবার পিভি সিন্ধু এবং সাক্ষী মালিক পদক জেতেন৷ সিন্ধু রুপো পান, সাক্ষী ব্রোঞ্জ জেতেন৷
ভারতীয় মহিলা ক্রীড়াবিদ অলিম্পিক্সে সোনা জেতেননি৷ এবার সোনার পদকের আশা করছে দেশবাসী৷ লাভলিনা ও বিনেশ ফোগটকে সেই স্বপ্ন দেখছে৷ এদিকে রিওতে একটাও পদক পাননি ভারতের পুরুষ অ্যাথলিটরা৷ পাশাপাশি এবারেও এখন পুরুষ অ্যাথলিটরা খাতা খোলেননি৷ তবে এখনও পুরুষদের ইভেন্ট রয়েছে, যেখান থেকে পদকের স্বপ্ন দেখছে দেশবাসী৷
