TRENDING:

Hockey Bronze Medal Match: ভারত হকিতে ব্রোঞ্জ জিততেই ইম্ফলে সেলিব্রেশন, ড্রাম বাজিয়ে নাচ নীলকান্তর পরিবারের !

Last Updated:

এদিন জার্মানিকে ভারত ৫-৪ গোলে হারাতেই সেলিব্রেশন শুরু হয়ে যায় মণিপুরে ইম্ফলের নীলকান্ত শর্মার (Nilakanta Sharma) গ্রামেও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টোকিও: শুরুতে পিছিয়ে পড়েও ম্যাচে দুর্দান্ত কামব্যাক ভারতের ৷ ৪১ বছর পর অলিম্পিকে হকিতে পদক জয় ভারতের ৷ আজ, সত্যি গর্বের দিন দেশবাসীর কাছে ৷ গত চার দশক ধরে অলিম্পিক থেকে খালি হাতেই ফিরতে হয়েছে ভারতীয় দলকে ৷ এবার সোনা জয়ের দারুণ সুযোগ থাকলেও ব্রোঞ্জ  জয়ও কোনও কম কিছু নয় ৷ সেই কঠিন কাজটাই করে দেখাতে সফল মনপ্রীতরা ৷
advertisement

এদিন জার্মানিকে ভারত ৫-৪ গোলে হারাতেই সেলিব্রেশন শুরু হয়ে যায় মণিপুরে ইম্ফলের নীলকান্ত শর্মার (Nilakanta Sharma) গ্রামেও ৷ পরিবারের লোকেরা এবং পাড়া প্রতিবেশীরা মিলে শুরু করেন তুমুল নাচ ৷ সত্যি আজ সেলিব্রেশনেরই সময় ৷ ইম্ফলের ছেলের খেলায় গোটা দেশই উচ্ছ্বসিত ৷

সেরা ভিডিও

আরও দেখুন
২ ফুটের ‘জায়েন্ট রোল’ তাও মাত্র ৫০ টাকায় ! জানেন কোথায় পাবেন?
আরও দেখুন

এদিন ম্যাচে এক সময় ১-৩-এ পিছিয়ে ছিল ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে ফেরেন মনপ্রীতরা। দুই গোল শোধ করে ফিরে আসেন তাঁরা। বুঝিয়ে দেন, পদক জেতাই তাঁদের এক মাত্র লক্ষ্য। দ্বিতীয় কোয়ার্টারে দুই দল মিলিয়ে পাঁচ গোল করে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Hockey Bronze Medal Match: ভারত হকিতে ব্রোঞ্জ জিততেই ইম্ফলে সেলিব্রেশন, ড্রাম বাজিয়ে নাচ নীলকান্তর পরিবারের !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল