তাঁর প্রয়াণে ট্যুইটারে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, ‘‘ডিঙ্কো সিং ছিলেন একজন সুপারস্টার, দুর্দান্ত বক্সার ৷ দেশে বক্সিংয়ের জনপ্রিয়তা বাড়াতে তাঁর অনেক অবদান রয়েছে ৷ ওঁর মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক ৷ ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল ৷ ’’
গত বছর তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর শোনা গিয়েছিল। সে সময় দিল্লিতে চিকিৎসা করাতে গিয়েছিলেন ডিঙ্কো ৷ ফেরার সময় করোনায় আক্রান্ত হন ৷ সেই লড়াইয়ে সাফল্যও পান তিনি। তবে শেষ রক্ষা হল না।
২০১৬ সালে তাঁর ক্যান্সার ধরা পড়ে। ২০১৭ সালে দিল্লির ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সে প্রায় ১৪ ঘণ্টা ধরে তাঁর অস্ত্রোপচার হয়। তার পর থেকে নিয়মিত চেক আপের জন্য ডিঙ্কোকে দিল্লি যেতে হত। শেষপর্যন্ত মারণ ক্যানসারই কেড়ে নিল ভারতের সোনাজয়ী বক্সারের প্রাণ ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 10, 2021 12:06 PM IST
