সম্প্রতি ফেডারেশন কাপ ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তামিলনাডুর ধনলক্ষ্মীকে ২০০ মিটার রেসে হারান হিমা ৷ ওই ইভেন্টে ২৩.২১ সেকেন্ড সময় করেন তিনি ৷ অন্যদিকে ধনলক্ষ্মী করেন ২৩.৩৯ সেকেন্ড ৷ কিন্তু রেসে জিতেও কোনও লাভ হল না হিমার ৷ কারণ অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজন ছিল ২২.৮০ সেকেন্ড সময়ের মার্ক ৷ তামিলনাডুর আরেক স্প্রিন্টার অর্চনা এস সুসে করেন ২৩.৬০ সেকেন্ড সময় ৷
advertisement
হিমা যোগ্যতামান না পেরোলেও দেশের আরেক নামী অ্যাথলিট দ্যুতি চাঁদ পাতিয়ালা মিটে ১০০ মিটারে সোনা জিতেছেন ৷
Location :
First Published :
June 23, 2021 11:29 AM IST