TRENDING:

Hima Das fails to qualify for Olympics: কোয়ালিফাইং পর্বে স্বপ্নভঙ্গ হিমার, টোকিও অলিম্পিকে যাওয়া হচ্ছে না ‘ঢিং এক্সপ্রেস’-এর !

Last Updated:

Hima Das fails to qualify: ইন্ডিয়ান গ্রাঁ প্রি অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার ট্র্যাক ইভেন্টে জোড়া সোনা জিতলেও কোনও লাভ হল না হিমার ৷ রেসে নির্ধারিত সময় করতে পারলেন না তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: পাতিয়ালা অ্যাথলেটিক্স মিটে সোনা পেলেন অসমের নামী স্প্রিন্টার হিমা দাস ৷ কিন্তু যে সময় করলে তাঁর টোকিও অলিম্পিকে যাওয়া নিশ্চিত হতো, তা তিনি করতে পারেননি ৷ এর ফলে টোকিওয়ে যাওয়া হচ্ছে না ‘ঢিং এক্সপ্রেস’-এর ৷ দৌড়ে ২২.৮০ সেকেন্ডের সময় করতে ব্যর্থ হিমা ৷ তাই অলিম্পিক যাত্রা আর হচ্ছে না হিমার ৷ ইন্ডিয়ান গ্রাঁ প্রি অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার ট্র্যাক ইভেন্টে জোড়া সোনা জিতলেও কোনও লাভ হল না হিমার ৷ রেসে নির্ধারিত সময় করতে পারলেন না তিনি ৷
advertisement

সম্প্রতি ফেডারেশন কাপ ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তামিলনাডুর ধনলক্ষ্মীকে ২০০ মিটার রেসে হারান হিমা ৷ ওই ইভেন্টে ২৩.২১ সেকেন্ড সময় করেন তিনি ৷ অন্যদিকে ধনলক্ষ্মী করেন ২৩.৩৯ সেকেন্ড ৷ কিন্তু রেসে জিতেও কোনও লাভ হল না হিমার ৷ কারণ অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজন ছিল ২২.৮০ সেকেন্ড সময়ের মার্ক ৷ তামিলনাডুর আরেক স্প্রিন্টার অর্চনা এস সুসে করেন ২৩.৬০ সেকেন্ড সময় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

হিমা যোগ্যতামান না পেরোলেও দেশের আরেক নামী অ্যাথলিট দ্যুতি চাঁদ পাতিয়ালা মিটে ১০০ মিটারে সোনা জিতেছেন ৷

বাংলা খবর/ খবর/খেলা/
Hima Das fails to qualify for Olympics: কোয়ালিফাইং পর্বে স্বপ্নভঙ্গ হিমার, টোকিও অলিম্পিকে যাওয়া হচ্ছে না ‘ঢিং এক্সপ্রেস’-এর !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল