স্থানীয় সংবাদমাধ্যমে ব্লেক বলেছেন, 'মানসিকভাবে আমি এখনও অনেক শক্তিশালী। আমি কোনও ভ্যাকসিন চাই না। ভ্যাকসিন না নেওয়ার ফলে যদি অলিম্পিক ছাড়তে হয়, তাতেও আমি রাজি। কিন্তু ভ্যাকসিন আমি নেব না। নির্দিষ্ট কিছু কারণ আছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছি।' তবে কী কারণে তিনি করোনার ভ্যাকসিন নেবেন না, সেটা খোলসা করেননি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী ভ্যাকসিন নেওয়া অ্যাথলিটদের জন্য বাধ্যতামূলক নয়। কিন্তু নিয়ে রাখলে ভাল।
advertisement
ব্লেক জানিয়েছেন তিনি নিজের মনকে বিশ্বাস করেন, মানুষের কথায় সিদ্ধান্ত বদলাবেন না। এমনিতে তাঁর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অসুবিধে নেই। ব্লেক জানিয়েছেন প্রস্তুতি শুরু করে দিয়েছেন কয়েক মাস আগে থেকেই। নিজের রেকর্ড ছাপিয়ে যেতে চান টোকিওতে। তবে শোনা যাচ্ছে তিনি একা নন, আরও বেশ কিছু অ্যাথলিট টিকা নিতে রাজি নন। অনেকেই ভয় পাচ্ছেন যদি টিকা নেওয়ার ফলে ডোপিং কেলেঙ্কারিতে ফেঁসে যেতে হয়। তখন কেরিয়ারে দাগ লেগে যাবে। মুখে স্বীকার না করলেও এটাই আসল কারণ।