TRENDING:

বক্সিং রিংয়ে শুয়ে পড়লেন, ৫ দিনের মাথায় মৃত্যু তরুণী বক্সারের

Last Updated:

বক্সিংয়ে রিংয়ে আহত হওয়ার পর কিছুতেই জ্ঞানে ফিরছিলেন না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মেক্সিকো -র মহিলা বক্সার জিতন জকারিয়াস জাপটা মন্ট্রিয়ালে এক প্রতিযোগিতা চলাকালীন চোট পেয়ে যান আর তার পাঁচদিন বাদে তাঁর মৃত্যু হল৷ বক্সিং প্রতিযোগিতার আয়োজন করছিল কোম্পানি গ্রুপ যবোন৷ সেখানেই মিশল ১৮ বছরের জাপাটা মারা গেলেন৷ আইজি স্টেডিয়ামে মেরি পিয়র হলের সঙ্গে মোকাবিলায় চোটগ্রস্ত হন এবং তাতেই মৃত্যু হয়৷
advertisement

জাপাটা -র সঙ্গে মোকাবিলার সময় অনেকবার শক্তিশালী ঘুঁষির মুখোমুখি হতে হয়৷ এরপর বিরোধী বক্সারের একের পর এক পাঞ্চে তাঁর মাউথগার্ড খুলে যায়৷ এরপর চতুর্থ রাউন্ডেও বেল বাজার পর নিজের কর্নারে ফিরে আসতে পারেননি৷ তারপর তাঁকে রিংয়েই শুইয়ে দেওয়া হয়৷ চিকিৎসকদের দল তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রতিযোগিতা পরিচালনাকারী কোম্পানির পক্ষ থেকে যবোন মিশেল রবিবার লড়াইয়ের পর জানিয়েছেন জাপাটা জ্ঞানে ফিরছিলেন না৷ তাঁর শরীর ও মস্তিষ্ককে আরাম দিতে চিকিৎসক স্তরে স্বস্তি দিতে কোমায় রেখে দেওয়া হয়েছিল৷ কিন্তু শেষ অবধি তিনি মারা গেলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বক্সিং রিংয়ে শুয়ে পড়লেন, ৫ দিনের মাথায় মৃত্যু তরুণী বক্সারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল