TRENDING:

৪০ বছর পর টোকিওতে পদকের স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় হকি দল

Last Updated:

অধিনায়ক মনপ্রিত সিং জানিয়েছেন এবারের দল সিনিয়র, জুনিয়র কম্বিনেশনে তৈরি। একদিকে যেমন অধিনায়ক নিজে আছেন, বীরেন্দ্র লকরা, রুপিন্দ্র পাল সিং - দের মত সিনিয়র আছেন, তেমনই মন্দিপ, শামসের, ললিত, বিবেক প্রসাদদের মত জুনিয়ররা আছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

তবে বর্তমান ভারতীয় দল চেষ্টার ত্রুটি রাখবে না। অধিনায়ক মনপ্রিত সিং জানিয়েছেন এবারের দল সিনিয়র, জুনিয়র কম্বিনেশনে তৈরি। একদিকে যেমন অধিনায়ক নিজে আছেন, বীরেন্দ্র লকরা, রুপিন্দ্র পাল সিং - দের মত সিনিয়র আছেন, তেমনই মন্দিপ, শামসের, ললিত, বিবেক প্রসাদদের মত জুনিয়ররা আছেন। দল গত কয়েক বছর ধরে যথেষ্ট উন্নতি করেছে। এশিয়া কাপ, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি, এফ আই এইচ সিরিজে ধারাবাহিক পারফর্ম করেছে ভারতীয় দল। হকি বিশ্বকাপের শেষ আটে পৌঁছেছিল। ফিটনেস এবং শারীরিক সক্ষমতায় অস্ট্রেলিয়া বা জার্মানির সমসাময়িক ভারতীয় দল।

advertisement

ভারতের অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম রিড সকলকে অবাক করে দিয়ে দলে সুযোগ দেননি অভিজ্ঞ আকাশদীপ এবং সুনীলকে। অন্যবার ১৮ জনের দল নিয়ে যাওয়ার অনুমতি থাকে। কিন্তু এবার মাত্র ১৬ জন নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে এই নতুন নিয়ম। অধিনায়ক এবং কোচ দুজনেই মনে করেন টোকিওতে যথেষ্ট গরম থাকবে এবং পরপর ম্যাচ খেলতে হবে। তাই তরুণ প্রতিভা শামসেরকে নেওয়া হয়েছে, যে কিনা মিডফিল্ড এবং আক্রমণভাগের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানের 'এই' জমিতে আজও হয় না কোনও ফসল! বয়ে বেড়াচ্ছে কোন 'অভিশাপ'?
আরও দেখুন

ভারতের গ্রুপে রয়েছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। নিঃসন্দেহে কঠিন গ্রুপ। কিন্তু বিপক্ষকে ভয় পেতে রাজি নয় ভারতীয় দল। সিনিয়র এবং জুনিয়র কম্বিনেশনে এই দল চমক দিতে পারে কিনা সেটাই দেখার। রিড জানিয়েছেন ভারতের স্বাভাবিক আক্রমনাত্মক হকি খেলাতে চান তিনি। পেনাল্টি কর্নার স্পেশালিস্ট হিসেবে রূপিন্দ্র এবং হরমনের পাশাপাশি তৈরি করা হচ্ছে বিবেককে। গোলের নীচে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শ্রীজেশ।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
৪০ বছর পর টোকিওতে পদকের স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় হকি দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল