হাইজাম্পে ভারত ৪ টি পদক পেয়েছে৷ প্যারালিম্পিক্সের ইতিহাসে এটা ভারতের সবচেয়ে সেরা পারফরম্যান্স৷ এর আগে ২০১৬ সালে প্যারালিম্পিক্সে ২ টি সোনা সহ মোট ৪ টি পদক জিতেছিল৷
অবনী লেখারা একমাত্র মহিলা অ্যাথলিট যিনি প্যারালিম্পিক্সে দুটি পদক জিতলেন৷ ভারতের পক্ষ থেকে অলিম্পিক্স ও প্যারালিম্পিক্স মিলিে জোগিন্দর সিং বেদি সবচেয়ে বেশি ৩ টি পদক জিতেছিলেন৷ বেদি ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেস প্যারালিম্পিক্সে একটি রুপো ও দুটি ব্রোঞ্জ জিতেছিলেন৷ বেদি শটপাটে রুপো এবং ডিসকাস থ্রো ও জ্যাভলিনে ব্রোঞ্জ পেয়েছিলেন৷
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবনীকে পদক জয়ের শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘ভারতীয় ক্রীড়ার জন্য টোকিও প্যারালিম্পিক্স গৌরবের মুহূর্ত৷ অবনী লেখারার শানদার পারফরম্যান্সে দারুণউৎসাহিত৷ দেশের জন্য ব্রোঞ্জ জেতায় ওঁকে অভিনন্দন৷ ভবিষ্যতের জন্য শুভকামনা৷ ’’
এর আগে টোকিও প্যারালিম্পিক্সে ইতিহাস গড়লেন অবনী লেখারা (Avani Lekhara)। সোনার পদক এনে দিলেন দেশকে। ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে সোনা জিতলেন অবনী। তিনিই প্রথম ভারতীয় মহিলা, যিনি প্যারালিম্পিক্সে সোনা জিতলেন।তবে, শুধু জেতাই নয়, ইতিহাস গড়ে ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিং SH-1-এ সোনা জিতলেন অবনী। তাঁর এই কৃতিত্ব মহিলাদের এয়ার রাইফেল শ্যুটিংয়ের Rank-2-তে বিশ্ব রেকর্ডও বটে। কারণ ২৪৯.৬ পয়েন্ট পেয়ে সোনা জিতলেন লেখারা। যা রেকর্ড প্যারালিম্পিক্সে।মাত্র ১৯ বছর বয়সে সোনা জয় করল অবনী। এ বারের প্যারালিম্পিক্সে প্রথম সোনা এল ভারতের। অবনীর জয়ের পরই প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ টুইটে লেখেন, 'সোনার দিন। শ্যুটিংয়ে ভারতের প্রথম পদক এবং সেটা অবশ্যই সোনা। অবনী বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন। অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স মিলিয়ে অবনী প্রথম মহিলা যিনি সোনা জিতেছেন।'অবনী লেখারার সাফল্যে উচ্ছ্বসিত হয়ে উঠেছে গোটা দেশ। তাঁর সাফল্যে টুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লিখেছেন, 'অসাধারণ খেলা। আমাদের সকলের হৃদয় জিতে নেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন অবনী লেখারা। যোগ্য প্রতিযোগী হিসেবেই সোনা জিতে নিয়েছেন আপনি। তোমার প্রতিভা এবং প্যাশনের জোরেই তুমি সোনা জিতে নিয়েছ। দেশের খেলাধুলার জন্য এটি খুবই গর্বের মুহূর্ত। ভবিষ্যতের জন্য তোমায় অনেক শুভেচ্ছা।'
রবিবারই রুপো জিতে ইতিহাস রচনা করেছেন দেশের প্যারা অ্যাথলিট ভাবিনাবেন হাসমুখভাই প্যাটেল। সোনার পর এদিন প্যারালিম্পিক্সে রূপো জয় করল ভারত। প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রো-তে রুপো জিতেছেন যোগেশ কাথুনিয়ার।