TRENDING:

৪১ বছর পর অস্ট্রেলিয়ান হিসেবে উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি

Last Updated:

দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ ছিল ফাইনালটি। একেবারে নজরকাড়া। এই ম্যাচে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন বার্টি। ৬-৩, ৭-৬, ৬-৩ সেটে জিতলেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহিলাদের সিঙ্গলস উইম্বলডন চ্যাম্পিয়ন বার্টি
মহিলাদের সিঙ্গলস উইম্বলডন চ্যাম্পিয়ন বার্টি
advertisement

প্রত্যাশা মতোই জিতলেন বিশ্বের এক নম্বর অস্ট্রেলিয়ার তারকা অ্যাশলে বার্টি। দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ ছিল ফাইনালটি। একেবারে নজরকাড়া। এই ম্যাচে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন বার্টি। ৬-৩, ৭-৬, ৬-৩ সেটে জিতলেন তিনি। ২০১২ সালের পর এই প্রথম নারীদের কোনো ফাইনাল গড়াল তিন সেটে।

এদিন শুরু থেকেই চেনা ফর্মেই খেলা শুরু করেন বার্টি। প্রথম সেটটি জিতে নেন ৬-৩ সেটে। সবাই যখন ধরে নিয়েছে সহজে দ্বিতীয় সেটেও জিতে যাবেন বার্টি। তখনই ঘুরে দাঁড়ালেন ক্যারোলিনা। দ্বিতীয় সেটটি ৭-৬ ব্যবধানে জিতে নেন রাশিয়ান টেনিস খেলোয়াড়। কিন্তু তৃতীয় সেটেই বার্টি প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়।

advertisement

৬-৩ ব্যবধানে ওই সেট এবং ম্যাচটি জিতে নেন বার্টি। এটি তার প্রথম উইম্বলডন। শেষ বার অস্ট্রেলীয় হিসেবে উইম্বলডন জিতেছিলেন এভোনে গুলাগং, যাঁকে বার্টি নিজের আদর্শ বলে মানেন। শুধু তাই নয়, ১৯৭১ সালের সেই ফাইনালে গুলাগং যে পোশাক পরে নেমেছিলেন, সেই ধাঁচে নিজের ফাইনালের পোশাক তৈরি করেছিলেন বার্টি। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই আবেগে ভেসে যান তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
৪১ বছর পর অস্ট্রেলিয়ান হিসেবে উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল