ইতিমধ্যে টোকিও অলিম্পিক্সে সোনার পদক জিতে ফেলেছেন কোরিয়ার তিরন্দাজ জিনহিয়েক। দলগত বিভাগে সোনা জিতেছেন তিনি। তার আগে লন্ডন অলিম্পিক্সেও তিনি সোনা জিতেছিলেন। বিশ্ব তিরন্দাজিতে অন্যতম সেরা তারকা হিসাবে ধরা হয় তাঁকে। এমন একজন তারকাকে হারিয়ে অতনু তাক লাগিয়ে দিলেন এদিন। ৫ সেট খেলা হওয়ার পরও ম্যাচ ছিল ৫-৫ সেট-পয়েন্টে। এর পর শুট-অফের প্রথম শটে অতনু পান ১০ পয়েন্ট। অর্থাত্ পারফেক্ট টেন। কিন্তু জিনহিয়েক ৯ পয়েন্ট স্কোর করেন। শুট-অফে জিনহিয়েককে স্তম্ভিত করে দেন অতনু।
advertisement
প্রি-কোয়ার্টার ফাইনালে এবার অতনুর প্রতিপক্ষ জাপানের তাকাহারু ফুরুকাওয়া। বলাবাহুল্য জাপানের এই তারকা তিরন্দাজ কঠিন প্রতিপক্ষ। তবে অতনু ফর্মে রয়েছেন। পর পর দু'টি রাউন্ডে অসাধারণ পারফর্ম করেছেন অতনু। ফলে এবার তিরন্দাজিতে তাঁর থেকে পদক জয়ের আশা করলেও ভুল হবে না। তবে এখনও কিছুটা পথ চলা বাকি অতনুর।