মঙ্গলবার হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন মারে। তিনি লিখলেন, “গতকাল সকালে লন্ডনে আমার হিপ রিসারফেসিং সার্জারি হয়েছে। এখন ক্ষত আর যন্ত্রণা রয়েছে। আশা করছি আমার কোমরের যন্ত্রণা থেকে মুক্তি পাব। আমার এখন মেটালের হিপ বসেছে।”
আসন্ন উইম্বলডনকেই পাখির চোখ করেছেন মারে। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই হারতে হয়েছিল তাঁকে। স্পেনের রবার্তো বাতিস্তার সঙ্গে দুর্দান্ত লড়েও শেষ পর্যন্ত পারেননি তিনি। মারের কেরিয়ারে তিনটি গ্র্যান্ড স্লামের মধ্যে দু’টি এসেছে উইম্বলডন (২০১৩, ২০১৬) থেকে। ২০১২-তে যুক্তরাষ্ট্র ওপেন জেতেন তিনি। ২০১৮-র জানুয়ারিতে কোমরে অস্ত্রোপচার হয়েছিল। তারপর কোর্টে ফিরেও ছন্দে ফিরতে পারেননি তিনি। তাঁকে ফের কোমরের যন্ত্রণা ভুগিয়েছে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 29, 2019 10:19 PM IST