ছাত্র অভিমন্যুর জন্য সূর্যশেখর এদিন লিখেছেন, ''অনেক শুভেচ্ছা। এবার সর্বকনিষ্ঠ আইএম থেকে সর্বকনিষ্ঠ জিএম। প্রোফাইল বদলে নিও। তোমার জন্য আমরা সবাই গর্বিত। ক্লাসে তোমার সঙ্গে দেখা হওয়ার জন্য মুখিয়ে রয়েছি।'' স্যরকে ধন্যবাদ জানাতে ভোলেনি অভিমন্যু। সে লিখেছে, ''ধন্যবাদ কোচ। ২০২১-এর শুরুটা আমার জন্য দারুন হল। এমনিতেই করোন মহামারীর জন্য আমার জীবনের অনেকটা গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে। তবে সেই সময়টা পুনরুদ্ধার করতে পেরেছি। আপনাদের সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ।''
advertisement
আমেরিকার নিউ জার্সির বাসিন্দা অভিমন্যু বুদাপেস্টে এই রেকর্ড গড়েছে। এর আগে ১০ বছর ৯ মাস ২০ দিন বয়সে অভিমন্যু আইএম শিরোপা জিতেছিল। গত কয়েক বছর ধরে লাগাতার দুর্দান্ত পারফর্ম করছে অভিমন্যু। এদিন কালো ঘুঁটি নিয়ে ১৫ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে হারিয়ে দেয় অভিমন্যু। সেইসঙ্গে ২৬০০ এলো রেটিং পয়েন্ট টপকে যায় ভারতীয় বংশোদ্ভুত এই দাবারু। গত কয়েকদিন ধরে বুদাপেস্টে ছিল অভিমন্যু। সেখানে প্রথম কয়েক দফায় সুযোগ ফস্কায় সে। তবে শেষ সুযোগ কাজে লাগিয়ে দেয় অভিমন্যু। জয়ের রাস্তা সহজ ছিল না তাঁর সামনে। তবে এবার জেতার জন্য মুখিয়ে ছিল সে। শেষ পর্যন্ত রেকর্ড গড়েই ছাড়ল ১২ বছর বয়সী এই ভারতীয় বংশোদ্ভুত দাবারু। এদিন দাবা সংস্থার ওয়েবসাইটেও অভিমন্যুর প্রশংসা করে পোস্ট করা হয়েছে।
