একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই ভার্চুয়াল ম্যাচের আয়োজন করেছে। আমির খানের দাবার প্রতি ভালবাসা অনেকের জানা। শুটিংয়ের ফাঁকে অনেক সময় সেটে দাবার ঘুঁটি সাজিয়ে বসে পড়েন আমির খান। তবে বিশ্বচ্যাম্পিয়ন আনন্দের সঙ্গে খেলার কথা হয়তো এর আগে ভাবেননি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। ১৩ জুন বিকেল পাঁচটায় হবে এই মহা ম্যাচ। Chess.com-India-র ইউ টিউভ চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ। আমির খান ছাড়াও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, অভিনেতা রীতেশ দেশমুখের সঙ্গেও দাবা খেলবেন গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ। ভার্চুয়াল এই ম্যাচ থেকে যে অর্থ উঠবে তা সরাসরি চলে যাবে করোনা তহবিলে। তা ছাড়া করোনার জন্য কাজ হারানো মানুষদেরও অর্থ সাহায্য করা হবে। করোনা আক্রান্তদের জন্য ওষুধ, অক্সিজেন ও অন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার কাজে সেই অর্থ ব্যবহার করা হবে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
advertisement
বলিউড অভিনেতা হৃতিক রোশন এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি ক্রীড়াপ্রেমী মানুষের কাছে এই ম্য়াচ লাইভ দেখার আর্জি জানিয়েছেন। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে একের পর এক ম্যাচ। চ্যানেলের ডেসক্রিপশন-এ থাকবে একটি লিঙ্ক। সেই লিঙ্কের মাধ্যমে অর্থ সাহায্য করা যাবে। এমন একটি মহত্ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রীড়া ও বিনোদন জগতের অনেকেই।
