TRENDING:

কমনওয়েলথে মেয়েদের সোনার দিন, টিটিতে ইতিহাস মৌমা-সুতীর্থাদের, শ্যুটিংয়ে সোনা হিনা-মনুর

Last Updated:

কমনওয়েলথে সোনার দিন ভারতের। সেইসঙ্গে মেয়েদেরও। ভারোত্তোলন ছাড়াও সোনা এল শ্যুটিং ও টেবিল টেনিসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোল্ড কোস্ট: কমনওয়েলথে সোনার দিন ভারতের। সেইসঙ্গে মেয়েদেরও। ভারোত্তোলন ছাড়াও সোনা এল শ্যুটিং ও টেবিল টেনিসে। বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন মেরি কম। সব মিলিয়ে ভারতের ঝুলিতে ৭টি সোনা সহ ১২টি পদক।
advertisement

টেবল টেনিসের দলগত ফাইনালে সিঙ্গাপুরকে হারাল মৌমা, মণিকার ভারত। তৈরি হল ইতিহাসও। দলেরই অন্যতম সদস্য সুতীর্থা মুখোপাধ্যায়। শ্যুটিংয়ে সেনা হিনা সিধু ও মনু ভাকরের। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল ব্রোঞ্জ রবি কুমারের। ভারোত্তোলনের ৬৯ কেজি বিভাগে সোনা জিতলেন পুণম যাদব।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ছেলেদের ৯৪ কেজি বিভাগে ব্রোঞ্জ বিকাশ ঠাকুরের। হকিতেও দিনটা ভাল কাটল ভারতের। মেয়েদের হকিতে পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে ২-১ গোলে হারালেন রানিরা। ছেলেদের হকিতে ওয়েলসকে ৪-৩ গোলে হারাল ভারত।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কমনওয়েলথে মেয়েদের সোনার দিন, টিটিতে ইতিহাস মৌমা-সুতীর্থাদের, শ্যুটিংয়ে সোনা হিনা-মনুর