সেই দুটো সাধ পূর্ণ হয়েছে। কিন্তু আজ আর থাকলেন না পেলে। পৃথিবী হারাল ফুটবল সম্রাটকে। ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে সাম্প্রতিক অতীতে। তবে পেলে বনাম মারাদোনার মধ্যে কে সেরা, সে বিষয়ে তর্ক-বিতর্ক চিরকালের।ব্যক্তিগত জীবনে এতে-অপরের প্রতি বৈরি মনোভাব পেলে-মারাদোনা কারও মধ্যেই ছিল না। একে অপরকে পরম বন্ধু বলেই সম্বোধন করতেন তাঁরা।
advertisement
খেলা ছাড়ার পর থেকে অনেক অনুষ্ঠানেই পেলে ও মারাদোনাকে দেখা গিয়েছে একসঙ্গে। দুই কিংবদন্তির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ছিল অগাধ। মারাদোনার মৃত্যুতে ভেঙে পড়েছিলেন পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি আর্জেন্তাইন লেজেন্ডের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন যে, তিনি ইহকালের বন্ধুকে হারালেন।
যদিও পেলে ইচ্ছা প্রকাশ করেছিলেন যে, পরকালে নিশ্চই দুই বন্ধু পুনরায় একসঙ্গে ফুটবলে শট নিতে পারবেন। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিনিধির দেওয়া তথ্য অনুযায়ী মারাদোনার মৃত্যু প্রসঙ্গে পেলে বলেছিলেন, আকাশের উপরে আমরা দু’জন অবশ্যই একদিন ফুটবলে শট নেব। দিয়েগোর সঙ্গে ফুটবল মাঠে মোকাবিলা হয়নি পেলের।
দুজন দুই ভিন্ন সময়ের প্রতিদ্বন্দ্বী। কিন্তু মৃত্যুর পর হয়তো ছোট ভাই দিয়েগোর সঙ্গেই স্বর্গে ফুটবল খেলবেন সম্রাট। এমনটাই যে ইচ্ছে ছিল কালো মানিকের। মারাদোনার মুখে থাকবে হাভানা চুরুট, পেলের হাতে স্প্যানিশ গিটার। ফুটবল জিন্দাবাদ। স্বর্গে দেখা হবে ফুটবল রাজপুত্র এবং ফুটবল সম্রাটের।