TRENDING:

ওড়িশার বিরুদ্ধে ৫-২ গোলে লজ্জার হার মোহনবাগানের, এএফসি-তে আশা শেষ সবুজ-মেরুণের

Last Updated:

Odisha FC Beat Mohun Bagan by 5-2 Goals: এএফসি কাপে মোহনবাগানের লজ্জার পাঁচ গোল হজম। পাশাপাশি পরের পর্বে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে গেল সবুজ-মেরুণ ব্রিগেডের। সোমবার যুবভারতীতে ওড়িশা এফসি-র কাছে ৫-২ গোলে পরাস্ত হতে হল হুয়ান ফেরান্দোর দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এএফসি কাপে মোহনবাগানের লজ্জার পাঁচ গোল হজম। পাশাপাশি পরের পর্বে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে গেল সবুজ-মেরুণ ব্রিগেডের। সোমবার যুবভারতীতে ওড়িশা এফসি-র কাছে ৫-২ গোলে পরাস্ত হল হুয়ান ফেরান্দোর দল। ওড়িশার হয়ে গোল করেন রয় কৃষ্ণা, দিয়াগো মাউরিসিও, সি গোবার্ড,অঙ্কিত যাদব ও ইসাক।
ওড়িশার বিরুদ্ধে ৫-২ গোলে লজ্জার হার মোহনবাগানের
ওড়িশার বিরুদ্ধে ৫-২ গোলে লজ্জার হার মোহনবাগানের
advertisement

এদিন ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলের মুখ খোলে মোহনবাগান। হুগো বুমোসের গোলে এগিয়ে যায় কলকাতার প্রধান। কিন্তু তারপর থেকেই আক্রমণের ঝড় তোলে ওড়িশা। নিজের পুরনো দলের বিরুদ্ধে ম্যাচের ২৯ মিনিটে গোল করে ওড়িশাকে সমতায় ফেরান রয় কৃষ্ণা। এরপর প্রথমার্ধের ৩২ মিনিটে মাউরিসিও ও ৪১ মিনিটে গোবার্ড গোল করে ৩-১ গোলে এগিয়ে দেয় ওড়িশাকে।

advertisement

ম্যাচের দ্বিতীয়ার্ধে কিয়ান নাসিরি ৬৩ মিনিটে গোল করে মোহনবাগানের ব্যবধান কমায়। এরপর ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা করলেও গোলের মুখ খুলতে পারেনি বাগান। খেলার ইনজুরি টাইমে ৯২ মিনিটে অঙ্কিত যাদব ও ৯৫ মিনিটে ইাক গোল করে ওড়িশাকে ৫-২ ব্য়বধানে বড় জয় এনে দেন।

আরও পড়ুনঃ বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার ‘নীরবতা’ ভাঙলেন রোহিত শর্মা! কী বললেন তিনি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

গ্রুপের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস ২-১ গোলে হারিয়ে দেয় মাজিয়াকে। ফলে গ্রুপ ডি-র এখন যা পরিস্থিতি তাতে শীর্ষে বসুন্ধরা। দুনম্বরে ওড়িশা। মোহনবাগান নেমে গেল তিন নম্বরে। প্রতিযোগিতায় মোহনবাগানের আশা কার্যত শেষ। সুন্ধরা কিংস বা ওড়িশা এফসি-র মধ্যে শেষ ম্যাচ। যে দল জিতবে তারাই পরের রাউন্ডে যাবে।

বাংলা খবর/ খবর/খেলা/
ওড়িশার বিরুদ্ধে ৫-২ গোলে লজ্জার হার মোহনবাগানের, এএফসি-তে আশা শেষ সবুজ-মেরুণের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল