সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপ নিয়ে প্রথম পোস্টটি করেন যুবরাজ সিং। ২০১১ বিশ্বতারে ম্যান অফ দ্যা সিরিজ লেখেন, ২০২৩ সালে ২০১১ সালের বিশ্বকাপের পুনরাবৃত্তি হোক। আমরা সকলেই এটা চাই। কিন্তু ২০১১ সালের আমরা কঠিন পরিস্থিতিতে চাপের মধ্যে উজ্জ্বল ছিলাম। আমাদের হাতে কি যথেষ্ট সময় আছে এবার হিসেব বদলে দেওয়ার? এই চাপটাকেই কি গেম চেঞ্জার হিসেবে ব্যবহার করতে পারব?’
advertisement
যুবরাজ সিংয়ের এই পোস্টের পর কয়েক মিনিটের মধ্যেই প্রতিক্রিয়া দেন বীরেন্দ্র সেহওয়াগ। ভারতকে বিশ্বকাপ জয়ের প্রধান দাবিদার বলাই শুধু নয়,নিজের বক্তব্যের স্বপক্ষে একটি যুক্তিও দেন বীরু। সেহওয়াগ লেখেন, “যদি চাপ নিয়ে কথা হয় তাহলে এবার আমরা চাপ নিজেরা নেব না অন্যদের দেব। যেমন চ্যাম্পিয়নরা বরাবর করে। আর বিগত ১২ বছর ধরে আয়োজক দেশ বিশ্বকাপ জিতেছে। ২০১১ সালে ভারত, ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও ২০১৯ সালে ইংল্যান্ড। আর এবার আমরা ঝড় তুলব।”
এরপরই আসরে নামেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মূলত বীরেন্দ্র সেহওয়াগের পোস্টের উত্তর দেন প্রাক্তন ভারত অধিনায়ক। সৌরভ গঙ্গোপাধ্যায় পোস্টে লেখেন,”আচ্ছা বীরু, টিম ইন্ডিয়া বিশ্বকাপ জেতার জন্য ফেভারিট, খেলাটা ভারতে হচ্ছে বলেই, আমরা সেই শক্তি আর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছি। হ্যাঁ এটা ঠিক আমরা অস্ট্রেলিয়ায় গিয়ে ওদের বিরুদ্ধে জিতেছি। ইংল্যান্ডে ড্র করেছি। কিন্তু আবার ওদের কাছে বড় ম্যাচে দু’বার হেরেছি। আমাদের সলিড টিম। বড় সুযোগও রয়েছে। তবে আমাদের বিশ্বকাপের আগে ফিরতে হবে জেতার রাস্তায়।”
তিন প্রাক্তন তারকা ক্রিকেটারের পোস্ট মাতিয়ে দেয় সোশ্যাল মিডিয়া। অন্যান্য নেটিজেনরাও তাদের মতামত ব্যক্ত করেন। ফলে বিশ্বকাপ যত এগিয়ে আসবে এই উন্মদনা ও উত্তেজনা আরও বাড়বে। প্রসঙ্গত, ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।