TRENDING:

'কেন এসব ফালতু প্রশ্ন করেন'! বিশ্বকাপের দল ঘোষণার দিন কেন রেগে আগুন রোহিত

Last Updated:

ODI World Cup 2023: সচরাচর সাংবাদিক বৈঠকে মাথা গরম করতে দেখা যায় না রোহিত শর্মাকে। কিন্তু আসন্ন একদিনের বিশ্বকাপের দল ঘোষণার দিন সাংবাদিক বৈঠকে হঠাৎই কার্যত রেগে আগুন হয়ে যান রোহিত শর্মা। অপ্রিয় কনও প্রশ্ন শুনেই চটে যান হিটম্যান। এমনকী ভবিষ্যতে যেন সেই প্রশ্ন আর না করা হয় সেই কথাও সাংবাদিকদের জানিয়ে দেন রোহিত শর্মা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্যান্ডি: সচরাচর সাংবাদিক বৈঠকে মাথা গরম করতে দেখা যায় না রোহিত শর্মাকে। কিন্তু আসন্ন একদিনের বিশ্বকাপের দল ঘোষণার দিন সাংবাদিক বৈঠকে হঠাৎই কার্যত রেগে আগুন হয়ে যান রোহিত শর্মা। অপ্রিয় প্রশ্ন শুনেই চটে যান হিটম্যান। এমনকী ভবিষ্যতে যেন সেই প্রশ্ন আর না করা হয় সেই কথাও সাংবাদিকদের জানিয়ে দেন রোহিত শর্মা।
রোহিত শর্মা
রোহিত শর্মা
advertisement

মঙ্গলবার বিশ্বকাপের দল ঘোষণা পর সাংবাদিক বৈঠকে ছিলেন রোহিত শর্মা ও বিসিসিআইয়ের প্রধান নির্বাচক রাহুল দ্রাবিড়। প্রেস কনফারেন্স চলাকালীন হঠাৎ এক সাংবাদিক রোহিত শর্মাকে ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে প্রশ্ন বসেন।  তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল ড্রেসিংরুম নিয়ে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে রোহিত কী বলবেন? এরপরই মেজাজ হারান রোহিত শর্মা।

রোহিত শর্মা বলেন,”এই বিষয়ে আমি আগে একাধিকবার বলেছি। এই সকল বষয় প্লেয়ারদের কোনওভাবে প্রভাবিত করে না। ভারতে বিশ্বকাপের সময় আমরা যখন প্রেস কনফারেন্স করব, তখন এমন ফালতু প্রশ্ন করবেন না, যে পরিবেশটা এটা নাকি ওটা, কারণ আমি ধরনের প্রশ্নের উত্তর দেব না। আমাদের মনযোগ সম্পূর্ণ অন্য জায়গায় আর সেখানে আমরা দল হিসেবে পারফর্ম করতে চাই।”

advertisement

আরও পড়ুনঃ ODI World Cup 2023 রোহিত-ইশানের মধ্যে বিশ্বকাপের প্রথম একাদশে কে খেলবেন? দল ঘোষণার দিনই জবাব দিলেন রোহিত শর্মা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এক ঝলকে দেখে নিন বিশ্বকাপে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল , বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
'কেন এসব ফালতু প্রশ্ন করেন'! বিশ্বকাপের দল ঘোষণার দিন কেন রেগে আগুন রোহিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল