আইসিসির নিয়ম অনুযায়ী ওডিআই বিশ্বকাপে অংশ নিতে চলা ১০টি দলের বিশ্বকাপের জন্য স্কোয়াড জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অগস্ট। তবে প্রতিটি দলকে আরও সাত দিনের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। অর্থাৎ ৫ সেপ্টেম্বর হল চূড়ান্ত সময় বিশ্বকাপের স্কোাড জমা দেওয়ার জন্য। কিন্তু ভারতীয় দলের একাধিক প্রধান প্লেয়ার এখনও পুরোপুরি ফিট নয়। চোট সারিয়ে দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে বোঝা যাবে তিনি কতটা ফিট বিশ্বকাপের জন্য।
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: শুধু ভারত-বাংলাদেশ নয়, আরও একটি দেশের সরকারি ভাষা বাংলা, বলুন তো দেখি
অপরদিকে, বুমরাহ ফিট হলেও কেএল রাহুল ও শ্রেয়স আইয়রের এখনও ফিট সার্টিফিকেট আসেনি। চোট সারিয়ে অনুশীলন শুরু করলেও তারা আদৌ কবে ফিরতে পারবেন তা এখনও নিশ্চিৎ নয়। এশিয়া কাপের দলে এই দুই ক্রিকেটারের থাকার সম্ভাবনা নিয়েও রয়েছে জল্পনা। এশিয়া কাপের মাঝেই দল জমা দেওয়ার তারিখ। ফলে রাহুল ও শ্রেয়স এশিয়া কাপে না খেলতে পারলে তাদের বিশ্বকাপের দলে রাখাটাও ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে বিশ্বকাপের স্কোয়াড জমা দেওয়া নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের চাপ ক্রমশ বাড়ছে তা বলাই যায়।