ভারত অধিনায়ক রোহিত শর্মার একটি মন্তব্য একাদশ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে। রোহিত বলেছেন,”প্রয়োজন বুঝলে প্রতি ম্যাচেই পরিবর্তন হতে পারে প্রথম একাদশে”। প্রথম ম্যাচে ঈশান কিশান, শ্রেয়স আইয়াররা খাতাই খুলতে পারেননি। যদিও এই শূন্যের তালিকাতে নাম রয়েছে রোহিত শর্মারও। এছাড়া প্রথম ম্যাচে খুব একটা নজর কাড়তে পারেননি মহম্মদ সিরাজও। আর আফগানিস্তান অপেক্ষাকৃত দুর্বল দল হওয়ায় রিজার্ভ বেঞ্চের কয়েক জনকে সুযোগ দেওয়াও হতে পারে।
advertisement
শুভমান গিল এখনও সুস্থ হতে পারেননি। আফগানিস্তান ম্যাচে যে গিলকে পাওয়া যাবে না সেই কথা আগেই জানা গিয়েছিল। শুধু আফগানিস্তান ম্যাচ নয়, গিলকে পাকিস্তান ম্যাচেও পাওয়ার সম্ভাবনা কম। ফলে আফগানিস্তান ম্যাচ ওপেনে ঈশান কিশানের বাদ পড়ার সম্ভাবনা নেই বলে যেতে পারে। এর বাইরে রোহিতের মন্তব্য অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী ভারতীয় দলে পরিবর্তন হতেই পারে।
এক ঝলকে দেখে নিন কেমন হতে পারে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশন, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার / সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ / মহম্মদ শামি।
একঝলকে দেখে নিন আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জার্ডান, রহমত শাহ, হাসমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মহম্মদ নবি, নাজিবুল্লাহ জার্ডান, আজমাহতুল্লাহ ওমারজাই, রাশিদ খান, মুজিব উর রহমান, নভিন উল হক, ফজলহক ফারুকি।