TRENDING:

বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টে নজর কাড়লেন কিউই ব্যাটসম্যানরা

Last Updated:

ভারত: ৩১৮, নিউজিল্যান্ড : ১৫২/১ ( ৪৭ ওভার)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারত: ৩১৮
advertisement

নিউজিল্যান্ড : ১৫২/১ ( ৪৭ ওভার)

দ্বিতীয় দিনের শেষে ১৬৬ রানে প্রথম ইনিংসে আপাতত পিছিয়ে নিউজিল্যান্ড ৷ হাতে রয়েছে ৯ উইকেট ৷

#কানপুর:  ৫০০ তম টেস্ট শুরুর আগেই কানপুরে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছিল আবহাওয়া দফতর ৷ প্রথম দিনটা ঠিকঠাক কাটলেও দ্বিতীয় দিনে লাঞ্চের পরেই সব আয়োজন নষ্ট ৷ একনাগাড়ে প্রচণ্ড বৃষ্টিতে আজ আর খেলা শুরু করতে পারলেন না আম্পায়াররা ৷ ফলে নষ্ট হল একটা সেশনেরও কিছু বেশি সময় ৷ ভারতের প্রথম ইনিংসে ৩১৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১৫২ রান ৷

advertisement

ব্যাট করতে নেমে মার্টিন গাপ্তিলের (২১) উইকেট দ্রুত হারালেও খেলা ধরে নেন টম ল্যাথাম (৫৬ নট আউট) এবং অধিনায়ক কেন উইলিয়ামসন (৬৫ নট আউট ) ৷  মাত্র ১৫ ওভারেই ৫০ রান তুলে নেয় নিউজ়িল্যান্ড। মধ্যাহ্নভোজের বিরতিতে দলের স্কোর দাঁড়ায় ৭১-১। চা বিরতির কিছুক্ষণ আগেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় ৷ ততক্ষণে ৪৭ ওভার ব্যাট করে ফেলেছে নিউজ়িল্যান্ড। স্কোর ১৪৭-১। দুপুর আড়াইটে নাগাদ বৃষ্টির বেগ আরও বাড়তে থাকে। এরপর সাড়ে তিনটে নাগাদ কিছুটা বৃষ্টি থেমে যায়। জানা যায়, ৩টে ৪৫ মিনিট নাগাদ আম্পায়াররা পিচ ইনস্পেকশন করবেন। কিন্তু, উইকেট পরীক্ষা করার পর আম্পায়াররা সিন্ধান্ত নেন যে আজকের মতো খেলা চালু করা আর সম্ভব নয় । শনিবার ম্যাচ শুরু হবে ১৫ মিনিট আগে ৷ অর্থাৎ সকাল ৯ টা ১৫ মিনিটে ৷  আট ওভার বেশি খেলা হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টে নজর কাড়লেন কিউই ব্যাটসম্যানরা